শেষ আপডেট: 7th January 2025 17:08
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় মোট ৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন হল। এঁদের মধ্যে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, কুন্তল ঘোষরা। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নামও রয়েছে এই তালিকায়। যদিও অভিযুক্তরা প্রত্যেকেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছে। কেউ বলেছেন, তাঁরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।
গ্রেফতার হওয়ার পর থেকেই ষড়যন্ত্রের দাবি করে এসেছেন কুন্তল ঘোষ। মঙ্গলবার চার্জ গঠন হওয়ার পরও একই দাবি তাঁর। বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খোলায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। প্রতিহিংসামূলক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। যদিও ইডির বিশেষ আদালতের বিচারক বলেন, চার্জ গঠন করার মতো সকলের বিরুদ্ধে প্রমাণ রয়েছে।
সোমবারই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য-সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। আর মঙ্গলবার যে চার্জ গঠন হয়েছে তাতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার নাম আছে। যদিও তিনি এই দুর্নীতির সঙ্গে কোনওভাবেই যুক্ত নয় বলে ফের দাবি করেছেন। এমনকী তাঁর বাড়িতে উদ্ধার হওয়া টাকাও তাঁর নয়, সে কথা বলেছেন অর্পিতা।
এদিন মামলার শুনানিতে বিচারক অর্পিতার উদ্দেশে বলেন, 'আপনি প্রাথমিকের মামলাতে যুক্ত। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে ছিলেন। অনেক নথি লুকিয়েছেন।' যদিও এই বক্তব্যের পাল্টা দিয়ে অর্পিতা দাবি করেন, কোনও অনৈতিক কাজে তিনি যুক্ত ছিলেন না। টাকা উদ্ধারের ব্যাপারেও তিনি কিছু জানেন না। সরকারি কেন, কোনও সংস্থার সঙ্গেই তিনি যুক্ত ছিলেন না বলেও জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়ে বিচারকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল মানিক ভট্টাচার্যের। রীতিমতো ধমক দিয়ে বিচারক তাঁকে বলেছিলেন, 'চুপ করে বসুন, না হলে এজলাস থেকে বের করে দেব'। প্রাথমিকের চার্জশিটে দাবি করা হয়েছে, পার্থ-সহ অভিযুক্তরা এক হাজারের বেশি চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়েছেন!