শেষ আপডেট: 27th May 2024 17:46
দ্য ওয়াল ব্যুরো: জমি দখল মামলায় এর আগে সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। দ্বিতীয় দফায় আরও ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তবে শাহজাহান ঠিক কত টাকার সম্পত্তি করেছেন দুর্নীতি করে, তা সোমবার আদালতে চার্জশিট পেশ করে জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এদিন আদালতে জেলবন্দি নেতা শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়ে ইডি দাবি করেছে, জমি দখল এবং তোলাবাজি করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন তিনি। তবে এই সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে। কারণ এখনও পর্যন্ত এই সম্পত্তিই চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। সোমবার ইডির আইনজীবী বলেন, তদন্তের ৫৬ দিনের মাথায় চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্ত যেহেতু চলছে তাই আরও সম্পত্তির খোঁজ তারা পেতেই পারেন।
ইডি যে চার্জশিট পেশ করেছে তা ১১৩ পাতার এবং তাতে ১৮০ বিঘা জমি দখলের অভিযোগ করা আছে শাহজাহানের বিরুদ্ধে। পাশাপাশি তাঁর ভাই আলমগীরের নামও উল্লেখ করা হয়েছে অভিযুক্ত হিসেবে। নাম রয়েছে দিদার মোল্লা সহ শিবু হাজরারও।
তদন্তে নামার পর দফায় দফায় শাহজাহানের বিপুল সম্পত্তি হদিশ পেয়েছেন ইডির আধিকারিকেরা। সর্বপ্রথম গত ৫ মার্চ শাহজাহানের ১২.৭৮ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। এরপর আরও এক দফায় তাঁর ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে তারা। শাহজাহানের সম্পত্তি হিসেবে ৩৮.৯০ বিঘা জমিও বাজেয়াপ্ত করা হয়েছিল, যার বাজারদর ১০ কোটি ৫০ লক্ষ টাকা।
শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখলের অভিযোগ উঠেছে। যদিও ভোটের মাঝে পরপর ভাইরাল হওয়া ভিডিও সেই সব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। কারণ, ভিডিওগুলিতে দাবি করা হয়েছে, টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। বিজেপির নেতারা এই ঘটনার নেপথ্যে রয়েছে। কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।