শেষ আপডেট: 8th January 2025 15:49
আপনি কি জঙ্গল ভালেবাসেন? শীত দুপুরে জঙ্গলে পিকনিক করতে যাবেন বলে ভাবছেন? তবে বুঝতে পারছেন না কোথায় যাবেন? চলে আসুন বৈকুণ্ঠপুর জঙ্গলে।
শিলিগুড়ি শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই জঙ্গল। পর্যটক টানতে এবার জঙ্গলের একপাশে ইকো টুরিজম পার্ক খুলেছে বন দফতর। সেখানেই পিকনিক করতে ভিড় জমাচ্ছেন অনেকে।
কোথায় এই ইকো টুরিজম পার্ক
শিলিগুড়ি শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে রয়েছে থারুঘাটি। সেখান থেকে শুরু হয়েছে বৈকুন্ঠপুর জঙ্গল। এই জঙ্গলের গা ঘেঁষে বয়েছে গেছে শাহু নদী। সেখানে গেলে দেখা মিলবে পাখি, বাঁদরের দলের। নতুন বছরের শুরুতেই এই জায়গাটি খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য। সেখানেই শীতের দুপুরে পিকনিকে মজেছেন অনেকে।
কীভাবে যাবেন?
শিলিগুড়ি থেকে আশিগড় মোড়ে এসে নেপালি বস্তি থেকে ২ কিলোমিটার ভিতরেই রয়েছে এই পিকনিক স্পট। ইকো ট্যুরিজম স্পট তৈরি করতে এলাকাটিকে আলাদা করে সাজিয়েছে বৈকুণ্ঠপুর বন বিভাগ। এখানে পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। তবে রান্না করে খাওয়ার অনুমতি থাকলেও কিছু বিধিনিষেধ রয়েছে। এদিকে কম আওয়াজে গান-বাজনাও করা যাবে। প্রবেশমূল্য মাত্র ২০ টাকা।