শেষ আপডেট: 24th January 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে ভূগর্ভস্থ কয়লা খনির পাহারায় এবার উন্নতমানের সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিচ্ছে ইসিএলে। এর ফলে একদিকে যেমন অবৈধ খনন আটকানো যাবে তেমনই আচমকা ধসে কর্মীরা আটকে পড়লে দ্রুত উদ্ধার করা যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার ডালমিয়া এলাকায় খনি অঞ্চলে পানীয় জলের পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত হয় ৩ শ্রমিকের। গুরুতর জখম হন আরও একজন। ওই ঘটনার পর অবৈধভাবে খনিতে খননের অভিযোগ উঠেছিল।
এরপরই কয়লা খনির পাহারায় উন্নতমানের সিসিটিভি ক্যামেরার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইসিএলের তরফে জানানো হয়েছে ,প্রতিটি খনির পিটে শ্রমিকদের নিরাপত্তার জন্য বা অবাঞ্ছিত কোন ব্যক্তি যদি ঢুকে পড়েন বা কোন জিনিস চুরি করে যাতে নিয়ে যেতে না পারে, সেজন্য উন্নত মানের সিসি ক্যামেরা লাগানো হবে।
উন্নত প্রযুক্তির এই ক্যামেরা অন্ধকারের মধ্যেও ৫০ মিটার পর্যন্ত খনির অভ্যন্তরে নজরদারি করতে পারবে। খনির ভিতরে থাকা খনি কর্মীর হেলমেট, জুতো বা হাতে গ্লাভস পড়া আছে কিনা সেই দিক থেকেও নিরাপত্তার বিষয়গুলি ধরা পড়বে এই ক্যামেরায়। খনির ভেতরে যে ছোট ছোট ট্রলি করে কয়লা নিয়ে যাওয়া হয় সেটাও ঠিকঠাক যাচ্ছে কিনা তাও দেখা যাবে।
ইসিএলের জেনারেল ম্যানেজার(সেফটি) অশোক কুমার জানান, মোট ৪৮টি ভূগর্ভস্থ কয়লা খনি আছে। নিরাপত্তার কারণেই এই গুলিতে এবার উন্নতমানের ক্যামেরা লাগানো হচ্ছে।