গঙ্গাসাগর স্পেশ্যাল ট্রেন
শেষ আপডেট: 4th January 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: সামনেই গঙ্গাসাগর মেলা। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাবেন সাগরে। যাতায়াতের কথা মাথায় রেখে গুচ্ছের বাস ও জলযানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তেমনই পূর্ব রেলের তরফেও দেওয়া হচ্ছে একগুছ ট্রেন।
তীর্থযাত্রীদের প্রত্যাশিত ভিড় নিয়ন্ত্রণ করতে পূর্ব রেলওয়ে শিয়ালদহ দক্ষিণ, কলকাতা স্টেশন, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে ১২ এবং ১৭ জানুয়ারি ১২টি গ্যালোপিং ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালাবে। এছাড়াও, ৩টি প্রতিদিন চলা ইএমইউ লোকালের যাত্রাপথও বর্ধিত করা হবে বলে জানানো হয়েছে।
গঙ্গাসাগরের জন্য স্পেশাল ট্রেন, কবে কখন জানাল রেল #gangasagar #specialtrain #westbengal #thewallnews pic.twitter.com/q7nAlt9B6l
— The Wall (@TheWallTweets) January 4, 2025
১২টি ইএমইউ মেলা স্পেশালের মধ্যে শিয়ালদহ দক্ষিণ থেকে ৩টি, কলকাতা স্টেশন থেকে ২টি, নামখানা থেকে ৫টি, লক্ষ্মীকান্তপুর এবং কাকদ্বীপ থেকে ১টি করে ট্রেন ছাড়বে।
তিনটি মেলা স্পেশ্যাল ট্রেন শিয়ালদহ দক্ষিণ থেকে সকাল ৬টা ১৫ মিনিটে (নামখানার উদ্দেশে), দুপুর ২টো ৪০ মিনিটে (নামখানার উদ্দেশে) এবং বিকেল ৪টে ২৪ মিনিটে (লক্ষ্মীকান্তপুরের উদ্দেশে) ছাড়বে।
কলকাতা স্টেশন থেকে ২টি মেলা স্পেশ্যাল সকাল ৭টা ৩৫ মিনিটে (নামখানার উদ্দেশে) এবং রাত ৯টা ৩০ মিনিটে (নামখানার উদ্দেশে) ছাড়বে।
নামখানা থেকে পাঁচটি ৫টি মেলা স্পেশ্যাল রাত ২টো ৫ মিনিটে (লক্ষ্মীকান্তপুরের উদ্দেশে), সকাল ৯টা ১০ মিনিটে (শিয়ালদহের উদ্দেশে), সকাল ১১টা ১৮ মিনিটে (শিয়ালদহের উদ্দেশে), সন্ধে ৬টা ৩৫ মিনিটে (শিয়ালদহের উদ্দেশে), সন্ধে ৭টা ০৫ মিনিটে (শিয়ালদহের উদ্দেশে) ছাড়বে।
দুপুর ২টো ৪০ মিনিটে কাকদ্বীপ থেকে একটি ১টি মেলা স্পেশ্যাল (শিয়ালদহের উদ্দেশে) ছাড়বে এবং রাত ১১টা ১৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ১টি মেলা স্পেশ্যাল (শিয়ালদহের উদ্দেশে) ছাড়বে।
লক্ষ্মীকান্তপুর-নামখানা-লক্ষ্মীকান্তপুর শাখায় ইএমইউ ট্রেনগুলি সপ্তাহের অন্যান্য দিনের মতোই চলবে।
এছাড়াও গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেন বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা মেলা স্পেশ্যাল ট্রেন কলকাতা ও মাঝেরহাটের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। জেলা প্রশাসনের প্রস্তাব অনুযায়ী ১০.০১.২০২৫ থেকে ১৬.০১.২০২৫ পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে কোনও ট্রেন থামবে না।