দিঘায় যাওয়ার বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল
শেষ আপডেট: 5 July 2024 18:36
দ্য ওয়াল ব্যুরো: শীত-গ্রীষ্ম-বর্ষায় বাঙালির প্রিয় গন্তব্যগুলির মধ্যে অন্যতম দিঘা। যে কোনও ছুটিতে কিংবা কাজের ফাঁকে সপ্তাহান্তে ব্যাগ গুছিয়ে দিঘায় সময় কাটাতে ছুটে যান অনেকেই। আর বর্ষায় যেন সমুদ্র ভ্রমণের মজাই আলাদা। সমুদ্রের ধারে বসে মনোরম পরিবেশে সপ্তাহের শেষে কিছুটা সময় কাটাতে কে না চায়! এবার কলকাতার বাসিন্দাদের ট্রেনে দিঘায় যাওয়ার দারুণ ব্যবস্থা করল পূর্ব রেল।
কলকাতা থেকে দিঘা একটি বিশেষ ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। সংশ্লিষ্ট ট্রেনটিতে থাকবে ৩০০০ বার্থ এবং ১০ হাজার আসন। কলকাতা স্টেশন থেকে দিঘা এবং একইভাবে দিঘা থেকে কলকাতা স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেন। পূর্ব রেলের তরফে ০৩১৬১ কলকাতা – দিঘা এই স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে।
চলতি সপ্তাহে আগামী ৭ জুলাই রবিবার থেকে এই বিশেষ ট্রেনের যাত্রা শুরু হবে। চলবে ২৮ জুলাই পর্যন্ত। সপ্তাহান্তে দুদিন অর্থাৎ শনিবার ও রবিবার চলবে এই বিশেষ ট্রেন।
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতা স্টেশন থেকে প্রতি শনিবার ও রবিবার দুপুর ২টোয় ট্রেনটি ছাড়বে। যা দিঘায় গিয়ে পৌঁছবে সন্ধে ৬টা ৫০ মিনিটে। ওই ট্রেনটি আবার দিঘা থেকে সন্ধে ৭.১০ মিনিটে ছেড়ে কলকাতা স্টেশন এসে পৌঁছবে রাত ১১.৫৫ মিনিটে।
বিশেষ ট্রেনটি আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে থামবে। সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি, জেনারেল-এই তিন ধরনের কোচই থাকছে ওই ট্রেনে।