Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বালুচিস্তানের ১৭ জায়গায় একযোগে হামলা বিদ্রোহীদের, মুখে কুলুপ পাকিস্তানেরবাজারে ছ্যাঁকা! লঙ্কা ২০০, বেগুন ১০০, সবজির দাম হু-হু করে চড়ছে, দায়ী টানা বৃষ্টি?চুল কাটতে বলতেন প্রধান শিক্ষক, কুপিয়ে খুন করল দুই ছাত্র! গুরুপূর্ণিমায় হরিয়ানায় নৃশংসতা‘জীবনের বৃত্তপূরণ হল’, লর্ডসের মিউজিয়ামে সুদৃশ্য প্রতিকৃতি উন্মোচনে আবেগবিহ্বল শচীনহরিয়ানায় বাবার হাতে খুন টেনিস প্লেয়ার রাধিকা যাদব, কারণ নিয়ে অন্ধকারে পুলিশসম্পর্কে টানাপড়েন! প্রেমিকাকে ঘরে আটকে আত্মঘাতী লিভ ইন সঙ্গী, হাতের শিরা কেটে জখম তরুণীও'সবাই ভাবত আমি অপয়া,' সব চূড়ান্ত হয়েও ৯ ছবি থেকে বাদ পড়ে যান বিদ্যালাঞ্চের আগে জোড়া আঘাত! দুই ইংরেজ ওপেনারকে ফিরিয়ে প্রথম অঙ্কের নায়ক নীতীশ রেড্ডিদ্রুত ঘুরবে পৃথিবী! আগামী কয়েকদিনে কমবে দিনের দৈর্ঘ্য, বুঝতে পারবেন আপনিওচিকিৎসক নিগ্রহে কাঞ্চনের শাস্তির দাবি শান্তনুর, কুণাল বললেন, 'ধৈর্য ধরা উচিত ছিল'
Digha

সপ্তাহান্তে দিঘায় বেড়াতে যাবেন? বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল, জানুন সময়সূচি

কলকাতার বাসিন্দাদের ট্রেনে দিঘায় যাওয়ার দারুণ ব্যবস্থা করল পূর্ব রেল।

সপ্তাহান্তে দিঘায় বেড়াতে যাবেন? বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল, জানুন সময়সূচি

দিঘায় যাওয়ার বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল

শেষ আপডেট: 5 July 2024 18:36

দ্য ওয়াল ব্যুরো: শীত-গ্রীষ্ম-বর্ষায় বাঙালির প্রিয় গন্তব্যগুলির মধ্যে অন্যতম দিঘা। যে কোনও ছুটিতে কিংবা কাজের ফাঁকে সপ্তাহান্তে ব্যাগ গুছিয়ে দিঘায় সময় কাটাতে ছুটে যান অনেকেই। আর বর্ষায় যেন সমুদ্র ভ্রমণের মজাই আলাদা। সমুদ্রের ধারে বসে মনোরম পরিবেশে সপ্তাহের শেষে কিছুটা সময় কাটাতে কে না চায়! এবার কলকাতার বাসিন্দাদের ট্রেনে দিঘায় যাওয়ার দারুণ ব্যবস্থা করল পূর্ব রেল।

কলকাতা থেকে দিঘা একটি বিশেষ ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। সংশ্লিষ্ট ট্রেনটিতে থাকবে ৩০০০ বার্থ এবং ১০ হাজার আসন। কলকাতা স্টেশন থেকে দিঘা এবং একইভাবে দিঘা থেকে কলকাতা স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেন। পূর্ব রেলের তরফে ০৩১৬১ কলকাতা – দিঘা এই স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে।

চলতি সপ্তাহে আগামী ৭ জুলাই রবিবার থেকে এই বিশেষ ট্রেনের যাত্রা শুরু হবে। চলবে ২৮ জুলাই পর্যন্ত। সপ্তাহান্তে দুদিন অর্থাৎ শনিবার ও রবিবার চলবে এই বিশেষ ট্রেন।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতা স্টেশন থেকে প্রতি শনিবার ও রবিবার দুপুর ২টোয় ট্রেনটি ছাড়বে। যা দিঘায় গিয়ে পৌঁছবে সন্ধে ৬টা ৫০ মিনিটে। ওই ট্রেনটি আবার দিঘা থেকে সন্ধে ৭.১০ মিনিটে ছেড়ে কলকাতা স্টেশন এসে পৌঁছবে রাত ১১.৫৫ মিনিটে।

বিশেষ ট্রেনটি আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে থামবে। সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি, জেনারেল-এই তিন ধরনের কোচই থাকছে ওই ট্রেনে।


ভিডিও স্টোরি