শেষ আপডেট: 19th July 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য আগামী শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে। শুক্রবার দুপুরে এমনই খবর পাওয়া যায়। এদিকে রবিবার ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের দিন ট্রেন বাতিলের খবরে শোরগোল পড়ে যায়। অবশেষে রেলের তরফে আসল বিষয়টা জানানো হল।
শুক্রবার রেলের তরফে জানা গিয়েছিল, শিয়ালদহ শাখায় শনিবার ৪টি ও রবিবার ৭টি ট্রেন বাতিল থাকবে৷ সেইসব বাতিল ট্রেনের তালিকাও পাওয়া যায়। সপ্তাহান্তে যাত্রী হয়রানির পাশাপাশি ২১ জুলাই বিভিন্ন জেলা থেকে তৃণমূলের নেতা কর্মীদের আসতেও ভোগান্তির আশঙ্কা করা হয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ তিনি লেখেন, ‘রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশে বিঘ্ন ঘটাতে পরের পর ট্রেন বাতিলের খবর আসছে৷ তালিক দীর্ঘ৷ এই চক্রান্তের তীব্র নিন্দা করছি৷ এভাবে তৃণমূলকে থামানো যাবে না’৷
এরপর এদিন বিকেলে সামনে আসে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের বক্তব্য। যেখানে তিনি স্পষ্ট জানান, শিয়ালদহ ডিভিশনে আগামী ২০ ও ২১ জুলাই কোনও ট্রেন বাতিল হচ্ছে না। তিনি বলেন, “শনিবার ও রবিবার ট্রেন বাতিলের খবর রটে গিয়েছিল। কিন্তু এই খবর সত্য নয়। শিয়ালদহ ডিভিশনে কোনও ট্রেন বাতিল হচ্ছে না। আর পাঁচটা সপ্তাহান্তের মতোই রেল পরিষেবা চালু থাকবে।”
আগামী রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ কর্মসূচি। প্রতি বছরের মতোই এবারও জেলা এবং শহরতলি থেকে বহু তৃণমূল কর্মী-সমর্থকদের কলকাতায় আসার কথা। নিত্যযাত্রীদের একাংশের বক্তব্য, ২১ জুলাই ট্রেনে-বাসে ভিড় জমান মূলত ধর্মতলামুখী তৃণমূল সমর্থকেরা। আবার সভার শেষে শহরতলি কিংবা জেলায় ফেরেন তাঁরা। অল্প ট্রেন থাকার কারণে সেগুলিতে অত্যধিক মাত্রায় ভিড় হওয়ার আশঙ্কা খাকে। তবে শেষ পর্যন্ত রেলের ঘোষণায় মিলেছে স্বস্তি।