শেষ আপডেট: 23rd September 2023 18:55
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের (East Bengal) ব্যর্থতার মধ্যেও গত মরশুমে সাফল্যের রোদ্দুর ছিলেন ক্লেটন সিলভা ও নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। দুই তারকাকেই দীর্ঘমেয়াদী চুক্তিতে রেখে দিল লাল হলুদ কর্তারা। ক্লেটনের চুক্তি আগেই বেড়ে গিয়েছিল।
এবার সেই তালিকায় যোগ হল মহেশের নামও। তাঁকে ২০২৬-২৭ মরশুম পর্যন্ত রেখে দেওয়া হবে। শনিবার এই খবর জানিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তৃপক্ষ।
ইস্টবেঙ্গলের ভরসা তো বটেই, হালফিলে মহেশ (Mahesh) জাতীয় দলেরও সম্পদ। সেই কারণেই তাঁকে চারবছরের জন্য রেখে দিতে এতটুকু ভাবেননি কর্তারা। ২৪ বছরের এই তারকা আইএসএলে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিকের দুরন্ত নজির গড়েছিলেন। ইস্টবেঙ্গল জার্সিতে মোট গোল ৮টি।
সোমবার থেকে আইএসএল (ISL 2023) অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠেই খেলবে কার্লোস কুয়াদ্রাতের দল। চুক্তি বেড়ে যাওয়ার পরে মহেশ বলেছেন, লাল হলুদ ক্লাব আমার কাছে শুধু ক্লাব নয়, একটা পরিবারও। এই ক্লাবের হয়ে আমি আইএসএলের পথ চলা শুরু করেছিলাম। সেই ক্লাবের সঙ্গে আরও চারবছরের সম্পর্ক, এরচেয়ে আর কিই ভাল হতে পারে!
মণিপুরের মিডিওর চুক্তি বৃদ্ধি নিয়ে কোচ কার্লোস জানান, মহেশ দারুণ প্রতিভাবান। ক্লাবের এটা ভাল সিদ্ধান্ত। মহেশের মধ্যে ভাল ফুটবলার হওয়ার সব উপকরণ রয়েছে। কোচের এই প্রশংসাও মহেশকে আরও আত্মবিশ্বাস দেবে, সন্দেহ নেই।