শেষ আপডেট: 22nd July 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো: গত মরসুমে সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ ১২ বছরের জাতীয় ট্রফি জেতার খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল। টিম গঠন নিয়ে বেশ কিছু বছর ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে ম্যানেজমেন্ট এবং স্পন্সরদের। যার জেরে হতাশও হয়েছেন লাল-হলুদ সমর্থকদের একাংশ। তবে নতুন মরসুম শুরুর আগে দল গঠনের জন্য ঝাঁপিয়ে পড়েছে লাল-হলুদ শিবির। এবারে আরও শক্তিশালী দল গড়েছে তারা।
রীতিমত দলবদলের আগে নয়ের দশকের মত ফুটবলারদের নিয়ে টানাপোড়েন চলেছে ময়দানে। যা মনে করাতে পারে মতি নন্দীর বিখ্যাত উপন্যাসের কথা। সোমবার বাইপাসের ধারে ইমামি কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে নতুন দলের ফুটবলারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করালেন কোচ কার্লেস কুয়াদ্রাত। সঙ্গে ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা এবং ইমামি গ্রুপের কর্ণধার।
দিমিত্রি দিয়ামান্তাকস, মাদিহ তালাল, ডেভিড লাললাংসাঙ্গা, জিকসন সিংহ, দেবজিৎ মজুমদার, ক্লেটন সিলভারা লাল-হলুদ জার্সি গায়ে র্যাম্পে হাঁটলেন। এরপর সুপার কাপের ট্রফি নিয়ে নতুন সিজনের জন্য ফটোশ্যুট।
ইস্টবেঙ্গল যতই ডুরান্ডের ফাইনাল খেলুক অথবা ভুবনেশ্বরে সুপার কাপ জিতুক, লাল-হলুদ সমর্থকদের কাছে আইএসএলে ভাল ফল করা একমাত্র লক্ষ্য। স্প্যানিশ কোচ কুয়াদ্রাত আইএসএল নিয়ে আশাবাদী। এদিন তিনি বলেন, 'সঠিক পথে এগোচ্ছি। গত মরসুমে সুপার কাপ জিতেছি। এমনকী ডুরান্ড কাপের ফাইনাল খেলেছি। তাই এই মরসুমে আমাদের নিয়ে আশা থাকবে সকলের।' নিশ্চিতভাবেই যে সাফল্যের দিকে এখন তাকিয়ে রয়েছে ইস্টবেঙ্গলের অগণিত সমর্থকরা।