শেষ আপডেট: 28th March 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির পর মার্চ। এক মাসের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ মায়ানমার (Earthquake in Myanmar)।
ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশানাল সেন্টার ফর সিসোমলজির খবর অনুযায়ী, ঘড়ির কাঁটায় বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ পর পর দু'বার এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭! জানা যাচ্ছে, এর প্রভাব পড়েছে কলকাতা, দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও।
BREAKING: Closeup video shows the moment skyscraper collapses in Bangkok, Thailand from powerful earthquake.pic.twitter.com/IKhRrecvQc
— AZ Intel (@AZ_Intel_) March 28, 2025
জানা যাচ্ছে, এদিন বেলায় কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনার একাংশের বাসিন্দারা এই কম্পনের টের পেয়েছেন। কলকাতার কয়েকটি বহুতলে সিলিংফ্যান নড়তে দেখেন অনেকে। দেওয়ালে টাঙানো ছবিও নড়তে থাকে। যা দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বহুতল ছেড়ে বেরিয়ে আসেন।
জানা যাচ্ছে, এর আগে গত ফেব্রুয়ারিতেও মায়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখন অবশ্য কম্পনের মাত্রা ছিল ৫.২। এবারে ৭.৭, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি নীচে। ভূকম্প পর্যবেক্ষণকারীদের মতে, যা যথেষ্ট বেশি।
জানা যাচ্ছে, ভূমিকম্পের জেরে মায়ানমারের একাধিক ব্রিজ ভেঙে পড়েছে বলে খবর। ভেঙে পড়েছে একাধিক বহুতলও। ইতিমধ্যে কিছু ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তাসের ঘরের মতো একের পর এক বহুতল ভেঙে পড়ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট না হলেও তা ভয়াবহ আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। মায়ানমারের পাশাপাশি ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও।
Small earthquake in ???????? pic.twitter.com/bYtgRK9c8S
— Alex MacGregor (@alexmacgregor__) March 28, 2025