Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Earthquake In Kolkata

শনিবার সকালে থরথরিয়ে কাঁপল কলকাতা! ওপার বাংলার ভূমিকম্পের রেশ দক্ষিণবঙ্গ জুড়ে

শনিবার সকালে থরথরিয়ে কাঁপল কলকাতা! ওপার বাংলার ভূমিকম্পের রেশ দক্ষিণবঙ্গ জুড়ে

শেষ আপডেট: 2 December 2023 05:08

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকলেই ভূমিকম্প কেঁপে উঠলে বাংলাদেশ। সেই কম্পন ছড়িয়ে পড়ল বাংলাতেও। কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, এমনকী, উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৫। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সিলেট, কুমিল্লা, নোয়াখালী, কুষ্টিয়া, রংপুর সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প টের পেয়েছেন মানুষ। 

শনিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের কুমিল্লা জেলা। মূল শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল বলে জানা গেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর মিলেছে। শুধু বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গেই নয়, লাদাখের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছে সোমবার। সেখানে যদিও কম্পনের তীব্রতা বাংলাদেশের তুলনায় অনেকটাই কম, ৩.৪।

এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এর আগে চলতি বছরের অগস্ট মাসে ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন অর্থাৎ ১৪ অগস্ট রাত সাড়ে আটটা নাগাদ কেঁপে উঠেছিল কলকাতা সহ বাংলার একাধিক জেলা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছিল, কম্পনের এপিসেন্টার ছিল মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে। রিখটার স্কেলে ৫.৪ মাত্রার সেই কম্পনে কেঁপে উঠেছিল ওপার বাংলাও। ভারতের অসম, অরুণাচল প্রদেশ এবং ভুটান ও মায়ানমারেও অনুভূত হয়েছিল সেই কম্পন।


ভিডিও স্টোরি