শেষ আপডেট: 9th August 2024 09:32
দ্য ওয়াল ব্যুরো: ভোর ৬টা ২৭। উত্তরবঙ্গের মানুষ টের পেলেন যে কিছু একটা হয়েছে। না, বড়সড় কোনও ক্ষতি হয়নি তবে অল্প মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। জানা গেছে, এই কম্পনের উৎসস্থল সিকিম। পড়শি রাজ্যে ভূমিকম্পের কারণেই কেঁপেছে রাজ্যের উত্তর অংশ।
যে ভূমিকম্প হয়েছে রিখটার স্কেলে তার মাত্রা ৪.৪। সিকিমের তাদং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে ছিল এই কম্পনের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের উৎপত্তি। এর জেরে কার্যত গোটা সিকিম কেঁপেছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ একাধিক এলাকাও কেঁপে ওঠে।
এই ভূমিকম্পের ফলে বড় কোনও ক্ষতি না হলেও কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় অনেক বাড়ির কাচ ভেঙে গেছে। কিছু গাড়ির সামান্য ক্ষতি হয়েছে। তবে মনে করা হচ্ছে, কম্পনের মাত্রা যদি আর একটুও বেশি হত বা ৬-এর কাছাকাছি থাকত তাহলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটি একেবরেই মৃদু ছিল।
এই নিয়ে বিগত কয়েক মাস ধরেই লাগাতার ভূমিকম্পের খবর মিলেছে দেশজুড়ে। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। এমনিতেই টানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গ সহ পড়শি রাজ্যের একাধিক অংশে ধস নেমেছে। নদীর জলস্তর বেড়ে গেছে। ফলে এই সময়ে ভূমিকম্প হলে যে তা ভয়ঙ্কর রূপ নিতে পারে তা বলাই বাহুল্য। দক্ষিণ ভারত থেকে শুরু করে পূর্ব ভারতের একাধিক এলাকা এই মুহূর্তে বিপর্যস্ত। তাই সিকিমের এই ভূমিকম্পের খবর ভয় বাড়িয়েছে বৈকি।