শেষ আপডেট: 7th January 2025 11:15
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে কেঁপে উঠল গোটা রাজ্যে। ভূমিকম্প অনুভূত হল উত্তরের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কম্পন টের পেয়েছেন মানুষ।
শীতের সকালে কেউ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কেউ আবার সবে দিন শুরু করেছেন। অনেকেই শরীরটার খেয়াল রাখতে মর্নিং ওয়াকে। আচমকাই কেঁপে উঠল মাটি। ভোর ৬টা ৩৫ মিনিট নাগাদ কিছু সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। এরপরই আচমকা শিলিগুড়ি শহর ও লাগোয়া এলাকায় ঘর বাড়ি কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। শিলিগুড়িতে রিখটারস্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.২। পার্শ্ববর্তী রাজ্য সিকিমেও আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ।
সূত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল তিব্বত। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৭.১। সংবাদ সংস্থা সূত্রে খবর,আফটার শকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গেছে চিন, ভুটানেও। চিনে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৮। নেপালে ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি-এনসিআর এবং বিহারের বেশ কয়েকটি এলাকায় কেঁপে ওঠে মাটি। কেঁপে ওঠে উত্তর ভারতের বিভিন্ন এলাকাও।
কলকাতায় অনেকে কম্পন বুঝতে না পারলেও শিলিগুড়িতে অনেকেই নেমে আসেন রাস্তায়। সকাল ৬টা ৩৫ মিনিটের পর উত্তরবঙ্গে আরও একবার এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।