শেষ আপডেট: 16th September 2024 20:33
দ্য ওয়াল ব্যুরো: টানা তিন দিনের লাগাতার বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি জলমগ্ন আসানসোলও। অতি বৃষ্টির কারণে দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে বাড়ানো হল জল ছাড়ার পরিমাণ। সোমবারের হিসাব অনুযায়ী এদিন ৮৪.৫৫০ কিউসেক জল ছাড়া হয়েছে।
সেচ দফতর জানিয়েছে, লাগাতার বৃষ্টির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানে অতি বৃষ্টির কারনেই দামোদরের দুর্গাপুর ব্যারেজে থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দুর্গাপুরে বৃষ্টির পরিমাণ ৭০ মিলিমিটার। আসানসোলে বৃষ্টির পরিমাণ ১৫১. ৪০ মিলিমিটার। লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যে যেমন বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে তেমনি বৃষ্টির জলে একাধিক চাষের জমিও প্লাবিত হয়েছে বলে খবর।
তবে যেভাবে এখনো দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়ছে, তাতে দামোদরের জল আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আসানসোল ও দুর্গাপুরের একাধিক ছোট নদী প্লাবিত হওয়ার কারণে গত দু’দিন দুর্গাপুর ব্যারেজে জলের পরিমাণ বেড়েছে। পুজোর মুখে আচমকা নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিপাতে দক্ষিণবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে বৃষ্টির পরিমাণ বাড়লে জল ছাড়ার পরিমাণও যে লাফিয়ে বাড়বে সেকথা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ডিভিসির মাইথন জলাধার থেকে জল ছাড়ার ফলে তুলনায় নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
শুধু বাংলাই নয় পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও শুরু হয়েছে বৃষ্টি। লাগাতার বৃষ্টির কারণে মাইথন জলাধারও রীতিমতো ভর্তি হয়ে উঠেছে। সেকারণেই সোমবার মাইথন জলাধার থেকে ১০ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ।