শেষ আপডেট: 3rd August 2024 17:19
দ্য ওয়াল ব্যুরো: বাংলা থেকে নিম্নচাপ সরে যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট এখনও কমেনি। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন এলাকা। রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। যার জেরে বাংলায় বন্যার আশঙ্কা করছে রাজ্য সরকার। একইসঙ্গে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় ক্ষুব্ধ নবান্ন।
শনিবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৭০ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ইতিমধ্যে মাইথন থেকে ১২ হাজার এবং পাঞ্চেত থেকে ৩৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এতে একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের নিচু এলাকাগুলির প্লাবনের আশঙ্কা তীব্র হয়েছে। ইতিমধ্যে বন্যার পরিস্থিতির মোকাবিলা করতে সব রকম প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রতিনিয়ত এই নিয়ে খোঁজখবর করছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে বিভিন্ন জেলায় প্রতিনিধিদের পাঠানো হয়েছে।
আলাপনের কথায়, "দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিভিসি ড্যাম থেকে আরও ১ লক্ষ কিউসেক জল ছাড়া হবে। যা বাংলার মানুষের জন্য ঘোর বিপদজনক হবে বলে আশঙ্কা রাজ্য সরকারের। আর এই জল ছাড়ার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা হয়নি। যাতে এক তরফে জল ছাড়া না হয় সেই জন্য ডিভিসি কর্তৃপক্ষকে রাজ্যের তরফে অনুরোধ করা হয়েছে। কীভাবে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা যায় তার সব রকম প্রস্তুতি চলছে।"
বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান এই চার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ারে জারি লাল সতর্কতা। তাই শনিবারের নবান্নের তরফে জেলার প্রশাসনকে বিশেষভাবে সতর্ক করা হয়। সেই সঙ্গে ডিভিসিকেও কড়া বার্তা দেয় নবান্ন। রাজ্যে ডিভিসির জল ছাড়া নিয়ে বৈঠক ডাকেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা।
এদিন বৈঠক থেকে ডিভিসির চেয়ারম্যানকে কড়া বার্তা দেওয়া হয়, সেচ দফতরের সঙ্গে কথা বলে তবেই জল ছাড়তে হবে। ইচ্ছামত জল ছাড়া যাবে না। তবে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে সরকার। আলাপন জানিয়েছেন, বিশেষ করে আগামী ৫ ও ৬ তারিখে বেশি সতর্ক থাকতে হবে। সঠিক পরিস্থিতি বুঝে নদী পাড় কিংবা কোনও বিপদজনক জায়গা থেকে সরে যাওয়ার বিষয়ে সরকারের অনুরোধ রাখতে হবে।