শেষ আপডেট: 25th November 2023 15:08
দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার দুর্গাপুরের ফরিদপুরের বাউরীপাড়ার বাসিন্দা গৌতম সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিহারের সাহারানপুরের বাসিন্দা ছোটন দুবে নামে এক যুবকের পচাগলা রক্তাক্ত মৃতদেহ। জানা গিয়েছিল, ওই খুনের সঙ্গে যোগসূত্র রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের। দুর্গাপুর থানা এলাকারই বাসিন্দা পূজা পাণ্ডে নামে এক বধূর নাম জড়িয়েছিল সেই ঘটনায়। সেই সূত্র ধরেই তদন্ত করতে গিয়ে এবার উঠে এল চাঞ্চল্যকর ঘটনা। জানা গেল মোবাইলে থাকা যুগলের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখিয়ে পূজাকে ব্ল্যাকমেল করছিল ছোটন। তাতেই অতিষ্ঠ হয়ে নিজের দাদার সাহায্যে ছোটনকে খুন করে পূজা।