ফাইল ছবি।
শেষ আপডেট: 6th December 2024 08:04
দুর্গাপুর: কলকাতার পর এবার দুর্গাপুর। বাংলাদেশে ঘটে চলা ধারাবাহিক হিংসার ঘটনার প্রতিবাদে বাংলাদেশিদের রোগীদের বয়কটের সিদ্ধান্ত নিল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল।
হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখোপাধ্যায় বলেন, 'দেশের চেয়ে বড় কিছু হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের অবদান তো অনস্বীকার্য। অথচ আজ ভারতের পতাকা বাংলাদেশে অপমানিত হচ্ছে। এই অপমান কীভাবে সহ্য করা যায়! তাই এই প্রতিবাদ।"
বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে মিথ্যা অভিযোগে গ্রেফতার, ইসকনের উপর হামলা, সেখানকার হিন্দুদের নির্যাতন, ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে তাঁদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
পঙ্কজবাবু বলেন, "এভাবে বাংলাদেশি রোগীদের বয়কট করতে আমাদেরও খারাপ লাগছে। কিন্তু ইউনুসের সরকারকে বার্তা দিতে এছাড়া বিকল্প কোনও উপায় নেই। বাধ্য হয়েই এই সিদ্ধান্ত।"
গত কয়েকমাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক নির্যাতন চলছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশের লোকজন। ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক। প্রতিবাদে কলকাতার একাধিক হাসপাতালের তরফে বাংলাদেশের রোগীদের বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার একই পথে হাঁটল দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষও।