দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল
শেষ আপডেট: 29th September 2024 13:09
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সন্তান প্রসবের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সিজারের ব্যবস্থা করে হাসপাতাল। সন্তান জন্মের পরেই মৃত্যু হল প্রসূতির। মৃতের পরিবারের অভিযোগ, ভুল অপারশনের কারণে প্রসূতির মৃত্যু হল। আত্মীয়দের দাবি, সিজার করে প্রসবের সময়ে ডাক্তারবাবুরা প্রসূতির মূত্রথলি কেটে ফেলেছিলেন। ফলে তাঁর মৃত্যু হয়েছে। শনিবার রাতে এই ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স।
মৃতা প্রসূতির ইসরাত জাহান(২৮)। বেনাচিতির মসজিদ মহল্লায় এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, চলতি মাসের ২০ তারিখ সন্তান প্রসবের জন্য শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ইসরাত। ২১ তারিখ সন্তান প্রসবের জন্য অস্ত্রপ্রচার করা হয়। সন্তান সুস্থ থাকলেও শারীরিক অবস্থার অবনতি করতে থাকে ইসরাতের। তারপর থেকে টালবাহানা করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। ইসরাতের কিডনি ফেল ও সুগার,প্রেসার বেড়ে গেছে বলেও অজুহাত দিতে থাকে হাসপাতাল।
আত্মীয়দের অভিযোগ, ভুল অস্ত্রোপচার করে ইসরাতের মূত্রথলি কেটে দেয় চিকিৎসকরা। শনিবার সন্ধেয় হাসপাতালে ইসরাতের মৃত্যু হয়। মৃতের মায়ের দাবি, ভুল চিকিৎসায় কেন মেয়েকে মেরে দেওয়া হল জবাব দিতে হবে। মৃতের আরও দুই সন্তান রয়েছে। তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি রেখেছেন। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত নেমেছে পুলিশ।