শেষ আপডেট: 4th September 2022 11:27
দ্য ওয়াল ব্যুরো: ‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, ‘পুলিশি অত্যাচার রুখতে আইন চাই।’ এবারে সোনাগাছির মা দুর্গার দশহাতে থাকবে এমনই দশটি দাবি। এবার শহরের যৌনপল্লীর পুজোর (Durga Puja 2022) থিম ‘লালবাতির দুর্গাপুজো।’ পুজোর ক্যাচলাইন, ‘লাল বাতির দুর্গাপুজো, এই মাটিতেই মাকে পাবে যদি মন দিয়ে খোঁজো।’
সম্প্রতি যৌনপেশা নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যৌনকর্মীদের কোনওভাবেই গ্রেফতার, জরিমানা বা হেনস্থা করতে পারবে না পুলিশ। কারণ স্বেচ্ছায় যৌনপেশায় থাকা বেআইনি নয়। আদালতের তরফে বলা হয়েছে, কোনওভাবেই কোনও যৌনকর্মীর পরিচয় যেন না প্রকাশ করে সংবাদমাধ্যম। (Durga Puja 2022) ধরপাকড়ের সময় কোনও যৌনকর্মীকে ধরা হলে তাকে সংশোধনারে পাঠানো হবে। যদি বিচারক মনে করেন যে গোটা ঘটনায় ওই যৌনকর্মীর সম্মতি ছিল, তাহলে তাঁকে ছেড়ে দিতে হবে।
দেশের শীর্ষ আদালতের ওই যুগান্তকারী রায়ের পরেই আশার আলো দেখতে শুরু করে যৌনকর্মীর সংগঠন দুর্বার মহিলা সমিতি। তাঁরা মনে করছেন তাঁদের এতদিনের লড়াই সার্থক হয়েছে। ওই সমিতি দীর্ঘ সময় ধরে যৌনপেশার আইনি স্বীকৃত–সহ যৌনকর্মীদের সবরকম সামাজিক সুযোগ–সুবিধের দাবিতে লড়ছে। যেকারণে তাঁরা চাইছেন, সরকার যৌনকর্মীদের জন্য সুপ্রিম কোর্টের দেওয়া ওই রায়ের ওপর আইন তৈরি করুক। এখন এটাই তাঁদের মূল দাবি।
এবারের পুজোর থিম সেজে উঠছে সেই দাবিগুলিকে ঘিরেই, জানালেন দুর্বারের পুজোর দায়িত্বে থাকা শিল্পী অজয় দিন্দা। প্রতিমাও তৈরি করছেন তিনি। অজয় বললেন, ‘ঘরোয়া এবং চিরাচরিত দুর্গাপ্রতিমা তৈরি করছি। দুর্গার দশহাতে যৌনকর্মীদের দশটি দাবি থাকবে। প্যান্ডেলের মাথায় থাকবে দশফুটের মুষ্টিবদ্ধ হাত। যা যৌনকর্মীদের প্রতিবাদের বার্তা দেবে। অন্যদিকে থাকবে খোলা হাত, যা সহযোগিতার কথা বলবে। ঢোকার সময় রাস্তার ওপর আঁকা থাকবে দুর্বারের বিভিন্ন দাবি।’
এবার ১০ বছরে পড়ল সোনাগাছির দুর্গাপুজো। এ ব্যবসা দূরত্ব রাখার নয়। তাই করোনার সময় লাটে উঠেছিল রোজগার। তাই এবছরের পুজোরও বাজের কম। কিন্তু পুজোর উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে। ২০১৩ সালে একটি ঘুপচি ঘরে পুজো শুরু করেছিল সোনাগাছি। ২০১৭ সালে হাইকোর্টের নির্দেশে শোভাবাজার এলাকার মসজিদবাড়ি স্ট্রিটের উপরে আট বাই কুড়ি ফুটের মণ্ডপে দুর্গাপুজো করার অনুমতি মেলে।