শেষ আপডেট: 19th October 2024 12:40
দ্য ওয়াল ব্যুরো: পুজোর চাঁদা ৫০ হাজার টাকা! দাবি মতো সেই চাঁদা না পেয়ে দমদমের এক জল ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল একটি পুজো কমিটির এক সদস্যের বিরুদ্ধে।
অভিযোগ, অত্যাচারের হাত থেকে ছাড় পাননি ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েও। তাঁদের শ্লীলতাহানি করা হয়।
তৃণমূলের স্থানীয় কাউন্সিলর বাপি মিত্রর ঘনিষ্ঠ সৌরভ বাগচী নামে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ব্যবসায়ী জানান, গত ১৫ অক্টোবর অভিযোগ জানালেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেনি। অন্যদিকে অভিযোগ উড়িয়ে সৌরভ বাগচীর দাবি, পুজোয় সাহায্য করতে বলা হয়েছিল। এর বেশি কিছু নয়। উনি মিথ্যে অভিযোগ করছেন।
তবে এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর বাপি মিত্র কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ওই ব্যবসায়ী জানান, তিনি পানীয় জলের ব্যবসা করেন। তাঁর অভিযোগ, "দুর্গা পুজো উপলক্ষে ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছিল কাউন্সিলর ঘনিষ্ঠ সৌরভ বাগচী। অত টাকা দিতে পারব না বলে পরিবর্তে ২০ লিটার জলের ৩০ টা জার দেব বলেছিলাম। জল দিয়েও আসি। তারপরও বাড়িতে এসে হামলা করেছে। স্ত্রী, মেয়েকেও ছাড়েনি। মারধর এবং শ্লীলতাহানি করেছে।" পুলিশে ১৫ অক্টোবর অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।
প্রসঙ্গত, পালা বদলের পর থেকেই বাংলায় পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার। বর্তমানে ক্লাব পিছু যার পরিমাণ ৮৫ হাজার টাকা। রাজ্যের অনুদান চালুর পর থেকে পুজোর জন্য চাঁদার জুলুম সেই অর্থে শুনতে পাওয়া যায় না। স্বভাবতই, দমদমের এই ঘটনায় শোরগোল তৈরি হয়েছে জনমানসে।