শেষ আপডেট: 5th March 2025 22:04
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু। এর আগে, এই পর্ষদের চেয়ারপার্সনের পদে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভাইস চেয়ারপার্সনের পদ পেয়েছেন প্রকাশচিক বরাইক। আগে এই দায়িত্ব ছিল মন্ত্রী বিরবাহা হাঁসদার কাঁধে। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন ২০ সদস্যবিশিষ্ট জেনারেল বডিতে সাঁওতালি সাহিত্যিক সুচিত্রা হাঁসদা, জনজাতি নেতা রবিন টুডু, আদিত্য কিস্কু-সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জায়গা পেয়েছেন।
কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মুও এই পর্ষদের নতুন সদস্য হিসেবে নিযুক্ত হচ্ছেন। পাশাপাশি, সাঁওতাল, মুন্ডা এবং ওঁরাও সম্প্রদায়ের প্রতিনিধিরাও পর্ষদের অংশ হবেন বলে জানা গিয়েছে।
২০১৮ সালের ২৪ এপ্রিল আদিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের উদ্দেশে এই পর্ষদ প্রতিষ্ঠিত হয়েছিল। পাঁচ বছর পর ২০২৩ সালের ২৩ এপ্রিল পর্ষদের মেয়াদ শেষ হয়ে পুনরায় নতুন পর্ষদ গঠন করা হয়।