আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্যে বন্যা পরিস্থিতির ছবি
শেষ আপডেট: 17th September 2024 19:14
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক জেলা। তার উপরে ডিভিসি লাগাতার জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাওড়া হোক বা হুগলি, ঝাড়গ্রাম হোক বা পুরুলিয়া ১০ জেলাতেই চরম দুর্দশার ছবি সামনে আসছে। পুজোর মুখে এমন পরিস্থিতি কড়া হাতে সামলাতে তৎপর রাজ্য।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই অবস্থায় রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলাপন জানান, প্রবল বৃষ্টির কারণে মাইথন, পাঞ্চেত ও দূর্গাপুর ব্যারাজ থেকে লাগাতার জল ছাড়া হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, সিনিয়র অফিসারেরা সকলের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তবে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা এদিন জানান, দুর্যোগ মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপেক্ষাকৃত নিচু এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে নিম্নলিখিত জেলাগুলিতে নজরদারির জন্য বিশেষ সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে।
আলাপন জানান, হাওড়ার পরিস্থিতি খতিয়ে দেখবেন এমএসএমই সচিব রাজেশ পান্ডে। বীরভূমের পরিস্থিতি দেখবেন আবাসন রাজেশ সিনহা। পশ্চিম মেদিনীপুরের দুর্গত এলাকায় পরিদর্শন করবেন জনস্বাস্থ্য কারিগরি সুরেন্দ্র গুপ্তা। এছাড়া হুগলির পরিস্থিতি খতিয়ে দেখবেন কৃষি দফতরের সচিব ওঙ্কার সিং মীনা। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে থাকবেন খাদ্য দফতরের সচিব পারভেজ সিদ্দিকী।
পাশাপাশি ঝাড়গ্রামের দায়িত্বে থাকবেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। পশ্চিম বর্ধমানের পরিস্থিতির দিকে নজর রাখবেন অনগ্রসর কল্যান দফতরের সচিব সঞ্জয় বনসল। শ্রম সচিব অবনীন্দ্র সিং বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত পরিদর্শন করবেন। পুরুলিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে শিল্প সচিব পি মোহন গান্ধী এবং পূর্ব বর্ধমানের পরিস্থিতির দিকে নজর রাখবেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন।
সূত্রের খবর, সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ডিভিসি প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছাড়ে। এর ফলে কুরচি শিবপুর, কানুপাট মনসুকা এবং সিংটি শিবানীপুর গ্রাম পঞ্চায়েতের কমপক্ষে ১৬ টি গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের নিম্ন বঙ্গের মানুষদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ করা হচ্ছে।
সোমবার রাতেই রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণের কথাও ঘোষণা করেছিলেন। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।