শেষ আপডেট: 5th November 2024 09:54
দ্য ওয়াল ব্যুরো: এবার দুবরাজপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। টিউশন পড়ে ফেরার সময় ১৭ বছরের নাবালিকাকে রাস্তা আটকে গণধর্ষণ করার চেষ্টা করে স্কুলছাত্রীর প্রতিবেশী দুই যুবক। এমনই অভিযোগ নাবালিকা ও তার পরিবারের।
নাবালিকার পরিবারে দাবি, কালীপুজো উপলক্ষ্যে থানায় গান-বাজনার অনুষ্ঠান চলছিল। দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে পুলিশ টালবাহানা শুরু করে। প্রতিবাদে থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বসে পড়ে নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা।
অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গিয়ে পৌঁছয়। শেষ পর্যন্ত দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
এদিন রাতেই ম্যাডিক্যাল পরীক্ষা করা হয় স্কুলছাত্রীর। অভিযুক্তরা এখনও পলাতক। অভিযোগ, টালবাহানার জন্যই দুই অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, দু'জনকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত পলাতক যুবকদের তল্লাশি চালানো হচ্ছে।
প্রসঙ্গত, আরজি ওর কাণ্ডের প্রতিবাদের মাঝেই বাংলায় একেরপর এক মহিলা, নাবালিকা, শিশুদের হেনস্থা, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ আসছে। এই আবহেই এবার দুবরাজপুরের ঘটনা সামনে এল।