শেষ আপডেট: 24th December 2022 08:14
দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ (Drunk) অবস্থায় রাস্তার পথচারীদের দিকে খাকি উর্দি ছুড়ে মারলেন এক পুলিশ কনস্টেবল (Cop)। শুক্রবার সন্ধেয় এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) হার্দা জেলায়। এরপরই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এতে অস্বস্তিতে পড়ে মধ্যপ্রদেশ পুলিশও। এরপরই সুশীল মান্দাভি নামের ওই কনস্টেবলকে বরখাস্ত (Suspend) করার কথা জানিয়ে দেন হার্দা পুলিশ সুপার (এসপি) মনীশ কুমার আগরওয়াল।
সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে রীতিমতো মত্ত অবস্থায় ওই পুলিশ কনস্টেবল এবং একজন লোক প্রকাশ্য রাস্তার উপর একে অপরের সঙ্গে তর্ক জুড়েছেন। ঝগড়ার সময় অপর ব্যক্তিটি খালি গায়ে ছিলেন। এমন সময় হঠাৎই ওই কনস্টেবল রাস্তার উপর হাঁটু গেড়ে বসে নিজের ইউনিফর্ম খুলতে শুরু করেন। প্রথমে সে তাঁর খাকি রঙের জামাটি খুলে পথচারীদের দিকে ছুড়ে দেন। এরপর নীচে পরনে থাকা প্যান্টটিও খুলে ফেলেন।
তবে এই প্রথম নয়, এর আগেও মদ খেয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিলেন ওই পুলিশ কনস্টেবল। পুলিশ সুপার জানান, মাস ছয়েক আগে সুশীল মান্দাভি মত্ত অবস্থায় দুর্ঘটনার মুখে পড়েছিলেন। সেই সময় তাঁকে মদ ছাড়ার জন্য কাউন্সেলিং করার পরামর্শও দেওয়া হয়েছিল। তবে তিনি এতেও শুধরাননি।
কোভিড আতঙ্কে টানা ৩ বছর ঘরবন্দি মা-মেয়ে! দরজা ভেঙে উদ্ধার করল পুলিশ