শেষ আপডেট: 3rd August 2022 12:44
দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন রাত্রিবেলা মদ্যপ (Drunk) অবস্থায় ঘরে এসে বেধড়ক মারধর (Beaten) করত বউকে। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিশোধ (Revenge) নিল বউ। অ্যাসিডে (Acid) লঙ্কাগুঁড়ো (Chili dust) মিশিয়ে ঢেলে দিল ঘুমন্ত বরের গায়ে। মারত্মক ঘটনা উত্তরপ্রদেশে (Uttarpradesh)। বউয়ের নামে থানায় অভিযোগ দায়ের করেছে শ্বশুরবাড়ির লোকজন।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা সানা খান। সাত বছর আগে মহম্মদ ইয়াসিনের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের একটি কন্যাসন্তানও আছে। দিনের পর দিন মদ খেয়ে বাড়ি এসে সানাকে মারধর করত। আশেপাশের প্রতিবেশীরাও শুনতে পেতেন মারধর, কান্নাকাটির শব্দ।
প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েকদিন ধরে বাচ্চার সামনেই সানাকে মারছিল ইয়াসিন। সেটা কিছুতেই মানতে পারছিল না সানা। তাই সেদিন রাতে ইয়াসিন ঘুমিয়ে পড়তেই বাথরুম থেকে নিয়ে আসে অ্যাসিড। আর তাতে মিশিয়ে দেন লঙ্কার গুঁড়ো। তারপর সেই বিষাক্ত মিশ্রণ ঢেলে দেন স্বামীর গায়ে।
ইয়াসিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর চিকিৎসা চলছে। ইয়াসিনের বাড়ির লোকজন সানার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। মেয়েকে সঙ্গে নিয়ে পলাতক সানা।
প্রতারণার দায়ে জেলে স্ত্রী, চন্দননগরে ফ্ল্যাট থেকে মিলল স্বামীর পচাগলা দেহ