শেষ আপডেট: 5th March 2023 03:18
দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে কি সহযাত্রীর গায়ে প্রস্রাব করা সংক্রমণের আকার নিচ্ছে? এখনও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শঙ্কর মিশ্রর কাণ্ড টাটকা। তারমধ্যেই জানা গেল, দু’দিন আগে নিউ ইয়র্ক থেকে দিল্লিতে আসা আমেরিকান এয়ারলাইন্সের বিমানে একই ধরনের ঘটনা ঘটেছে।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আকণ্ঠ মদ্যপান (Drunk) করে বিমানে উঠেছিলেন। তারপর মদের ঘোরে ঘুমের মধ্যে বিমানে প্রস্রাব (Urinates) করে দেয়। তা সহযাত্রীর গায়ে গিয়ে লাগে। তিনি বিষয়টি বিমানের ক্রু টিমকে জানান।
পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে গোটা বিষয়টি রিপোর্ট করেন। ওই ছাত্র ক্ষমা চাইলেও পার পায়নি। শনিবার রাতে দিল্লি বিমানবন্দরে বিমানটি নামার পর ওই ছাত্রকে আটক করে সিআইএসএফ। তারপর তাকে তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে। ওই ছাত্র মদ্যপান করে কার্যত অচেতন হয়েই প্রস্রাব করে ফেলে বিমানে।
গত নভেম্বরে ঘটা এয়ার ইন্ডিয়ার প্রস্রাব কাণ্ড তোলপাড় ফেলে দিয়েছিল। শেষমেশ শঙ্কর মিশ্রকে গ্রেফতার করা হয়। যদিও পরে তিনি জামিন পেয়েছেন। তারপর থেকে বিমানে সহযাত্রীদের সঙ্গে অবভ্যতার একাধিক ঘটনা সামনে এসেছিল। ফের একবার প্রস্রাব কাণ্ড ঘটল।
বাংলাদেশের অক্সিজেন প্ল্যান্টে বিকট বিস্ফোরণ, মৃত ৬, জখম অনেকে