শেষ আপডেট: 7th March 2023 02:52
দ্য ওয়াল ব্যুরো: ইরান (Iran) থেকে আসা একটি মাদক (Drugs) বোঝাই নৌকোকে গুজরাত উপকূলে (Gujarat coast) আটক করল ভারতীয় কোস্ট গার্ড। সোমবার সেটিকে আটক করে ওখায় নিয়ে যাওয়া হয়েছে। আইসিজির তরফে বলা হয়েছে, ওই নৌকো থেকে ৬১ কেজি মাদক উধার হয়েছে। যার মূল্য প্রায় ৪২৫ কোটি টাকা।
গুজরাত উপকূল দিয়ে ভারতে মাদক ঢোকানোর চেষ্টা নতুন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই তা আসে পাকিস্তান থেকে। এবার ইরানি নৌকোকে আটক করা হল। তাতে মোট পাঁচ জন ছিল বলে জানা গিয়েছ। তাদের গুজরাত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আইসিজির দু’টি টহলদারি স্পিড বোট রয়েছে। একটির নাম মীরা বহেন, অন্যটি অভীক। সোমবার রাতে এই দু’টি টহলদার স্পিড বোট লক্ষ্য করে আরবসাগরে ভারতের জলসীমায় অপেক্ষাকৃত একটি ছোট জলযান ভাসছে। প্রাথমিক সন্দেহ হওয়ার পরেই সেটিকে ঘিরে ফেলে ভারতীয় কোস্ট গার্ড। তারপর দেখা যায় তাতে মাদক ঠাসা রয়েছে।
ভারতে মাদক ঢোকানোর ক্ষেত্রে আন্তর্জাতিক চক্র অনেক বছর ধরেই সক্রিয়। পশ্চিমী উপকূলকে ব্যবহার করে সেই কাজ করা হয়। গত কয়েক ধরে ভারতীয় কোস্ট গার্ডকেও ঢেলে সাজা হয়েছে। সোমবার ফের একবার বিপুল পরিমাণ মাদক উদ্ধার হল গুজরাত উপকূলে।