শেষ আপডেট: 24th October 2021 03:38
দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডের (Drug) জেরে হাজতবাস করছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বারবার আবেদন করেও তিনি জামিন পাননি। মুম্বইয়ের এক পার্টি থেকে মাদক সেবনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা এনসিবি। মাদক নিয়ে বলিউডকে এভাবে টার্গেট করার বিরুদ্ধে এবার মুখ খুললেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা ছাগন ভুজবল। বললেন শাহরুখ খান যদি বিজেপিতে যোগ দেন তাহলে পরিস্থিতি বদলে যাবে। তিনি বলেন, যদি এসআরকে বিজেপিতে যোগ দেন, ড্রাগ তখন চিনির গুঁড়ো হয়ে যাবে। তিনি আরও বলেছেন, গুজরাতের মুন্দ্রা বন্দরে একগুচ্ছ ড্রাগ উদ্ধার হয়েছে। কিন্তু সেই ঘটনার তদারকি করছেন না নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কারণ তারা কেবল বলিউডকে হেনস্থা করতেই ব্যস্ত। ২ অক্টোবর মাদক সেবনের সন্দেহে এনসিবি আটক করেছিল আরিয়ান খানকে। ৩ তারিখ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। কিছুদিন এনসিবি হেফাজতে থাকার পর শাহরুখ তনয়ের স্থান হয় মুম্বইয়ের আর্থার রোড জেলে। সেখানেই রয়েছেন তিনি। তাঁর সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিলেন শাহরুখ খানও।