শেষ আপডেট: 31st July 2022 07:02
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় (Kolkata) দুই প্রান্ত থেকে উদ্ধার হল ১০ কোটি টাকার মাদক (Drugs)। শুল্ক দফতরের জালে জড়িয়েছে দুজন।
জানা গেছে এদিন গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে কলকাতার তেঘরিয়া অঞ্চলে অভিযান চালান শুল্ক দফতরের আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হয় ৯৯৫ গ্রাম হেরোইন। এক ব্যক্তিকে সেখান থেকে আটক করে শুল্ক দফতর। মাদক পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর।
এরপর ধৃত ওই ব্যক্তির কাছ থেকেই শুল্ক দফতরের আধিকারিকরা শহরের অপর প্রান্তে অন্য পাচারকারীর হদিশ পান। ধৃতকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় খিদিরপুর এলাকায়।
খিদিরপুর থেকে শুল্ক দফতরের হাতে আসে আরও বিপুল পরিমাণ মাদক। উদ্ধার হয় ১ কেজি ৬২৭ গ্রাম হেরোইন। সেইসঙ্গে খিদিরপুর থেকে ওই পাচারকারীকেও আটক করেছেন আধিকারিকরা।
জানা যাচ্ছে রবিবার শহরের বুক থেকে যে পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে তার আনুমানিক বাজারদর ১০ কোটির বেশি। ১০ কোটি ৪ লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে শুল্ক দফতর। কীভাবে তা ওই দুজনের হাতে এল, কোথায় পাচার করা হচ্ছিল সেসব বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: হাড় জিরজিরে ঘোড়ায় জয়রাইড নয়, ইলেকট্রিক ফিটনের আবেদন পশুপ্রেমীদের