শেষ আপডেট: 29th November 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক সীমান্ত তথা নিয়ন্ত্রণরেখায় জঙ্গিদের উৎপাত বেড়েই চলেছে। কখনও মাটির নিচের সুড়ঙ্গ দিয়ে সীমান্তের এপারে উঠে আসছে জঙ্গিরা, আবার কখনও ড্রোনে চাপিয়ে অস্ত্রশস্ত্র, টাকাপয়সা পাঠাচ্ছে উপত্যকার জঙ্গি ঘাঁটিগুলিতে। প্রায়শই নিয়ন্ত্রণরেখায় ভারতের আকাশসীমার কাছাকাছি ঘুরঘুর করতে দেখা যাচ্ছে পাকিস্তানের ড্রোনগুলিকে। তাই ভারতও প্রস্তুতি সেরে রাখছে। শত্রুসেনার ড্রোন ধ্বংস করার জন্য আরও বেশি অ্যান্টি-ড্রোন সিস্টেম সীমান্তে মোতায়েন করার তোড়জোড় চলছে।
ভারতের হাতে শক্তিশালী অ্যান্টি-ড্রোন সিস্টেম রয়েছে। স্বাধীনতা দিবসে লালকেল্লায় মোতায়েন করা হয়েছিল এমনই একটি অ্যান্টি-ড্রোন সিস্টেম। তবে পাক জঙ্গিদের উপদ্রব যেভাবে বাড়ছে তাতে আরও বেশি ড্রোন-ধ্বংসকারী সিস্টেম প্রয়োজন। সে জন্য ভারত ইলেকট্রনিক্সকে বরাত দিয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)।