শেষ আপডেট: 21st February 2022 12:48
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে তোলপাড় ঋদ্ধিমান সাহার মন্তব্য ঘিরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ পড়ে বোমা ফাটিয়েছেন বাংলার নামী উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনি কোচ রাহুল দ্রাবিড়ের কথা প্রকাশ্যে বলেছেন। সেখানে ঋদ্ধি জানিয়েছিলেন, রাহুল ভাই আমাকে অবসর নিতে বলেছিলেন। আমি সেইসময় তাঁকে বলেছিলাম, এখনই আমি অবসর নেব না। শুধু তাই নয়, ঋদ্ধি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোবাইল বার্তার কথাও প্রকাশ্যে এনে অঙ্ক গুলিয়ে ফেলেছেন। যেটিও সিএবি-র কেউ ভালমতন গ্রহণ করেননি। সংস্থার সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলে দিয়েছেন, ‘‘ঋদ্ধির কাছে তো আমরা জানতে চেয়েছিলাম ও রঞ্জি নিয়ে কী করবে। সেইসময় তো আমাদের কিছুই বলেনি। এখন আবার এসব বলছে কেন? তাছাড়া বোর্ড প্রেসিডেন্টের মোবাইল বার্তার কথা প্রকাশ্যে বলে ঠিক কাজ করেনি।’’ ঋদ্ধির ঘটনায় সৌরভ নিশ্চুপ থাকলেও কোচ দ্রাবিড় পরিষ্কার বলেছেন, ঋদ্ধির মন্তব্যে তিনি দুঃখ পাননি। তিনি ঋদ্ধিমানের সম্মানের কথা ভেবেই তাঁকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। সেটি বলেছেন দ্রাবিড় স্বয়ং, তিনি জানান, ঋদ্ধিকে আমি ধোঁয়াশায় রাখতে চাইনি। ঋদ্ধি অনেক কিছু করেছে ভারতীয় ক্রিকেটের জন্য। আমি সেই সব কীর্তির কথা মাথায় রেখে, ঋদ্ধির প্রতি গভীর শ্রদ্ধায় ওকে কথাটা বলেছি। আর ও যে সেটা প্রকাশ্যে বলেছে, তা নিয়ে আমি দুঃখও পাইনি।’’ ভারতীয় ক্রিকেটের প্রাচীর, দলের কোচ রাহুল আরও জানিয়েছেন, ‘‘অনেকসময় এমনকিছু সিদ্ধান্ত নিতে হয় সেটি সবসময় ক্রিকেটারদের পক্ষে যাবে, তা ঠিক নয়। অনেকক্ষেত্রে বাস্তবকে মেনে নিতে হয়। সবকিছু কার্পেটের তলায় চাপা রাখা যায় না। আমরা ঋদ্ধিকে বলেছিলাম, আমরা নতূনদের চেষ্টা করব। সেইসময় ও সব শুনেছিল, তার প্রতিক্রিয়া যে এমন হবে ভাবা যায়নি।’’ এখানেই না থেমে দ্রাবিড় বলেছেন, ‘‘আমি সবসময় বিশ্বাস করে এসেছি, কোনও প্লেয়িং ইলেভেন বাছার সময় যারা খেলছে না, তাদের জানানো উচিত যে তারা কেন খেলছে না। ক্রিকেটারের দুঃখ হবে। কষ্ট হবে। সে যন্ত্রণাও পাবে। আমি শুধু বলতে চেয়েছি ঋষভ পন্থ যেহেতু এখন এক নম্বর কিপার, তাই নতুন কাউকে দ্বিতীয় কিপার হিসাবে তৈরি করা হবে। কিন্তু তাই বলে ঋদ্ধির প্রতি সম্মান বা শ্রদ্ধা কোনওটাই আমার কমে যাবে না।’’ এদিকে, সর্বভারতীয় এক সাংবাদিক ঋদ্ধিমানকে হুমকি দিয়েছিলেন, সেটি নিয়েও তদন্ত করবে বোর্ড। ঠিক কী ঘটেছিল, সেই নিয়ে ওই সাংবাদিককে ডাকা হতে পারে। ঋদ্ধি বাদ যেতে ওই সাংবাদিক পরোক্ষে নামী কিপারকে হুমকি দেন। ঋদ্ধি সেটির কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন। যেটি নিয়ে বোর্ড তদন্ত করবে।