শেষ আপডেট: 23rd May 2020 10:03
আরোগ্য সেতুতে গ্রিন স্ট্যাটাস দেখালে বিমান যাত্রীদের কোয়ারান্টাইনে থাকার প্রয়োজন নেই : মন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো : করোনা ঠেকাতে দেশ জুড়ে লকডাউন চালু হয়েছে ২৫ মার্চ থেকে। তার মধ্যেই দেশের অভ্যন্তরে চালু হচ্ছে বিমান চলাচল। তা নিয়ে বিভ্রান্তি কাটাতে শনিবার অনলাইনে বক্তব্য পেশ করলেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি প্রথমেই স্পষ্ট করে দেন, যে বিমানযাত্রীদের আরোগ্য সেতু অ্যাপে গ্রিন স্ট্যাটাস দেখাবে, তাঁদের কোয়ারান্টাইনে যাওয়ার প্রয়োজন নেই। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, অগাস্টের আগে আন্তর্জাতিক উড়ানও অনেকাংশে চালু করার চেষ্টা হচ্ছে। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, দেশের অভ্যন্তরে বিমান চলাচল শুরু হবে। তার পরেই কেরল, কর্নাটক ও অসম সহ ছ’টি রাজ্য জানায়, যাঁরা ডোমেস্টিক ফ্লাইটে আসবেন, তাঁদের কোয়ারান্টাইনে থাকতে হবে। শনিবারই সকালে কর্নাটক সরকার জানিয়েছে, যে রাজ্যগুলিতে কোভিড ১৯ এর সংক্রমণ সবচেয়ে বেশি, সেখান থেকে কেউ এলে তাঁকে সাতদিন সরকারি কোয়ারান্টাইন সেন্টারে থাকতে হবে। তারপর আরও সাতদিন থাকতে হবে হোম আইসোলেশনে। বয়স্ক, গুরুতর অসুস্থ, শিশু ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। গত বৃহস্পতিবারই পুরি বলেছিলেন, ডোমেস্টিক ফ্লাইটের যাত্রীদের নিয়ে অহেতুক ব্যস্ত হওয়ার কারণ নেই। আরোগ্য সেতুতে যাঁদের স্ট্যাটাস রেড দেখাবে, তাঁদের বিমান বন্দরে ঢুকতেই দেওয়া হবে না।