শেষ আপডেট: 16th October 2023 19:55
দ্য ওয়াল ব্যুরো: ভয় না পেয়ে পুলিশকে মাথা উঁচু করে চলার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা্য়। সোমবার আলিপুর বডিগার্ড লাইনের পুজোর উদ্বোধন সশরীরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানেই উপস্থিত পুলিশ আধিকারিক ও কর্মীদের একথা বলেন তিনি।
পায়ের চোটের কারণে চিকিৎসকদের পরামর্শ মেনে বেশ কিছুদিন বাড়িতেই বিশ্রামে ছিলেন মুখ্যমন্ত্রী। পুজো উদ্যোক্তাদের দাবি মেনে বাড়ি থেকেই একাধিক মণ্ডপের ভাচুর্য়াল উদ্বোধনও করেন তিনি। এদিন আলিপুর বডিগার্ড লাইনে মুখ্যমন্ত্রী বলেন, “সকলে সুস্থ থেকো। সকলে মাথা উঁচু করে চলো, ভয় পেও না।”
কাকতালীয়ভাবে এদিনই পুজোর উদ্বোধনে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলের বক্তব্য, “তৃণমূল নেতা, মন্ত্রীদের পাশাপাশি একাধিক অফিসারের বাড়িতেও সিবিআই, ইডিকে দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। রাজনৈতিক কারণেই এমনটা করছে বিজেপি সরকার।” রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, তাই পুলিশ কর্মীদের ভয় না পেয়ে মাথা উঁচু করে চলার পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
ওই অনুষ্ঠানেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, “আমাদের পরিবার এই পুজোর সময় হয়তো সবাইকে সব সময় পাবেন না। কারণ আমাদের প্রতি বছর এই সময় সাধারণ মানুষের পাশে অনেক বেশি থাকতে হয়। পুজোর সময় আমরা যে ট্রাফিক সহ অন্যান্য ব্যবস্থা করি এবার সেটা আরও ভাল হবে। আমি এটা মুখ্যমন্ত্রীকে কথা দিচ্ছি।”
পুজোর কদিন সাধারণ মানুষের পাশাপাশি নেতা, মন্ত্রীদের অনেকেও সপরিবারে ঠাকুর দেখতে বের হন। ভিআইপি গাড়ির লালবাতির দাপটে অনেক সময়ই সাধারণের চলাচলের রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এবারে তেমনটা হলে তিনি যে কাউকে রেয়াত করবেন না সেটাও এদিন পুলিশের অনুষ্ঠান থেকে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কথায়, “আমি কাউকে বারণ করছি না, কিন্তু ভিআইপিদের জন্য কোনও রাস্তা যেন বন্ধ না করা হয়। যদি তা হয় আর আমি যদি দেখতে পাই তাহলে আমি কিন্তু ব্যবস্থা নেব।”
পর্যবেক্ষকদের অনেকের মতে, পুলিশের অনুষ্ঠান বললেও আসলে নেতা, মন্ত্রীদের উদ্দেশ্য করেই এমন কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সাধারণ মানুষকে যেন দুর্ভোগে না পড়তে হয়, সেদিকে পুলিশ কর্তাদের বাড়তি নজর রাখার ইঙ্গিতও দিয়েছেন তিনি। এবং ঠাকুর দেখতে বেরিয়ে মানুষকে সমস্যা পড়তে হচ্ছে কিনা, প্রশাসনিক প্রধান হিসেবে সেদিকেও যে তাঁর নজর থাকবে, সোেটাও এদিন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।