শেষ আপডেট: 2nd October 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: সময় গড়ালেও লড়াই থামার কোনও লক্ষণ নেই। এবার ইজরায়েল-ইরানের রক্তক্ষয়ী যুদ্ধকে কড়া ভাষায় কটাক্ষ করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। যুদ্ধ দেখে মনে হচ্ছে যেন স্কুলে লড়াই করছে বাচ্চারা।
মঙ্গলবার রাতে ফের ইজরায়েলের উপর রকেট হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প দ্রুত যুদ্ধ থামার আর্জিও জানিয়েছেন।
আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী আরও জানান, আমি ক্ষমতায় থাকলে এমন পরিস্থিতি হত না। আমরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি। তবে এটাও ঠিক কিছু সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই সময় চুপচাপ পরিস্থিতির দিকে নজর রাখতে হয়। ট্রাম্প জানিয়েছেন, আর যাই হয়ে যাক না কেন মধ্যপ্রাচ্যের উপর সবসময় নজর রাখবে আমেরিকা।
হামলার দায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসের উপর চাপিয়ে ট্রাম্পের অভিযোগ, যুদ্ধ পরিস্থিতির জন্য ওঁরাই দায়ী। সময় যত গড়াচ্ছে গোটা বিশ্বে বিপর্যয়ের পরিবেশ তৈরি হচ্ছে। তবে এই মুহূর্তে যুদ্ধ নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করতে নারাজ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। কারণ ট্রাম্প জানান, অনেকসময় ভবিষ্যদ্বাণীও সত্যি হয়ে যায়।
লেবাননে টানা বিমান হামলার পর মঙ্গলবার রাতেও নতুন করে রকেট হামলার শিকার হয় ইজরায়েল। তেল আভিবকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
ইজরায়েলও যে পাল্টা দিতে প্রস্তুত সেই হুঁশিয়ারি আগেই দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানকে যে কোনওমতেই ছেড়ে দেওয়া হবে না তাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।