শেষ আপডেট: 25th September 2023 13:17
দ্য ওয়াল ব্যুরো: মাদক ব্যবসায়ী (Drug Dealer) সন্দেহে পুলিশ তল্লাশি করতে যায় এক ব্যক্তির বাড়িতে। কিন্তু সেই বাড়িতে কী অপেক্ষা করছিল তা নিয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না তাঁদের। বাড়িতে ঢুকতেই বেশ কয়েকটি হিংস্র কুকুরের মুখোমুখি হন তাঁরা। জানা ছিল না খাকি পোশাক পরা কাউকে দেখলেই কামড়ানোর প্রশিক্ষণ রয়েছে কুকুরগুলির (Dog attack at Police)। পুলিশকর্মীদের দেখেই ঝাঁপিয়ে পড়ে সেই একপাল কুকুর। সম্প্রতি এমনই ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কোট্টায়াম পুলিশের মাদকবিরোধী স্কোয়াড।
কোট্টায়ামের এসপি কে কার্তিক জানিয়েছেন, পুলিশ আধিকারিক এবং নিকটস্থ গান্ধীনগর থানার পুলিশকর্মীরা প্রায় মাঝরাতে ঘটনাস্থলে পৌঁছোয়। তিনি বলেন, "আমরা এত কুকুর প্রত্যাশা করিনি এবং ওরা যে এতটা হিংস্র হবে তাও ভাবিনি। তাই আমাদের সঠিকভাবে তল্লাশি চালাতে প্রাথমিকভাবে অসুবিধা হয়। সৌভাগ্যবশত, অফিসারদের কেউ আহত হননি।" জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই তল্লাশি চালিয়েছে পুলিশ। ঘটনাটির তদন্তে গঠন করা হয়েছিল বিশেষ দলও।
বিএসএফের অবসরপ্রাপ্ত এক কর্মী অভিযুক্তকে কুকুর পরিচালনার প্রশিক্ষণ দিয়েছিলেন। তবে খাকি পোশাক পরা কাউকে কামড়ানোর প্রশিক্ষণ কুকুরকে কীভাবে দেওয়া যায় এমন প্রশ্ন প্রশিক্ষককে করতেই অভিযুক্তকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এসপি। এরপর অভিযুক্ত ব্যক্তি নিজেই কুকুরদের কামড়ানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করে।
জেলা পুলিশের শীর্ষ আধিকারিক আরও জানান, অভিযুক্ত ভাড়ায় থাকতেন এবং এলাকায় সকলের কাছে কুকুর প্রশিক্ষক হিসাবে পরিচিত ছিল। এমনকী স্থানীয়রা তাঁদের কুকুরদের তার কাছে রেখে যেতেন। প্রতিদিন ১০০০ টাকার বিনিময়ে অভিযুক্ত ওই পোষ্যদের দেখভাল করত। বর্তমানে ওই বাড়িতে ১৩ টি কুকুর রয়েছে। তাঁদের মালিকদের পরিচয় জেনে কুকুরগুলিকে যথাস্থানে পোঁছে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দত্তপুকুর বাজি বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার আইএসএফ নেতা! মাস খানেক ফেরার ছিলেন রমজান