শেষ আপডেট: 13th August 2024 21:39
দ্য ওয়াল ব্যুরো: আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল বুধবার রাজ্যজুড়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সরকারি হাসপাতালের আউটডোর ও বেসরকারি হাসপাতালের ওপিডিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর। ফলে বুধবার সরকারি চিকিৎসা পরিষেবার পাশাপাশি রাজ্যজুড়ে বেসরকারি চিকিৎসা পরিষেবাও ব্যাহত হতে চলেছে।
চিকিৎসক সংংগঠনের তরফে জানানো হয়েছে, জরুরি পরিষেবা বাদ দিয়ে কোনওরকম পরিষেবা দেবেন না তাঁরা। যেভাবে আরজিকরে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুন হতে হয়েছে তারই প্রতিবাদে তাঁদের এই সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে। একই সঙ্গে আরজিকর-সহ রাজ্যজুড়ে চলা ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থনও জানিয়েছে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ। কার্যত সব মেডিক্যাল কলেজে চলছে কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের কাজ বন্ধ রাখার সিদ্ধান্তের জেরে চিকিৎসা পরিষেবাও ব্যাহত হচ্ছে। এই অবস্থায় তাঁদের আন্দোলনকে ন্যায্য দাবি করেও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার জন্য এদিন এক সাংবাদিক বৈঠক থেকে বার্তা দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য দফতর। সাংবাদিক বৈঠক করে এদিন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সব পরিষেবা স্বাভাবিক রাখার কথা বলেন। তারপরই চিকিৎসকদের সংগঠনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে।
আরজি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে। তবে অনেকের সন্দেহ তার সঙ্গে আরও কেউ জড়িত আছে এই ঘটনায়। তাই আসল দোষীদের শাস্তির দাবিতেই চলছে লাগাতার আন্দোলন, আর তার জেরেই কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট দাবি, দোষীদের কঠোর শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে। এই ঘটনায় দোষীর ফাঁসির দাবিও তোলা হয়েছে।
গত শুক্রবার সকাল থেকে গোটা রাজ্য তোলপাড় আরজি কর কাণ্ড নিয়ে। ধীরে ধীরে ঘটনার প্রতিবার রাজ্যের সীমানা অতিক্রম করে গোটা দেশেই ছড়িয়ে গেছে। জায়গায় জায়গায় হচ্ছে মিছিল, বিক্ষোভ। একাধিক মেডিক্যাল কলেজ থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা, সাধারণ মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। একই ছবি ধরা পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়েও। সেখানেও চলছে দেদার লেখালেখি। প্রতিবাদের ঝাঁজ যে প্রতিনিয়ত বাড়ছে তা বলাই বাহুল্য।
এরই মাঝে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছেন, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া মানেই সমস্যার সুরাহা হয়ে যাওয়া নয়। তাঁরা তদন্তের গতিপ্রকৃতির ওপর নজর রাখবেন। অর্থাৎ আন্দোলন জারি থাকছে আগামীদিনেও।