শেষ আপডেট: 9th January 2025 17:02
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে রাজ্যের চিকিৎসকদের মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘চিকিৎসার অপর নাম সেবা’ শীর্ষক এই অনুষ্ঠানে চিকিৎসকদের মনের কথা শুনবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলন থেকে একথা জানান ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের চেয়ারম্যান চিকিৎসক সৌরভ দত্ত। চিকিৎসক যোগীরাজ রায়কে পাশে নিয়ে তিনি বলেন, জেলার সর্বস্তরের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা এই বৈঠকে যোগ দিতে পারবেন।
আরজি কর পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের এই মুখোমুখি বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
গত বছরের ৮ অগস্ট আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছিল। তারপর থেকেই টানা কর্মবিরতিতে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগেও সরব হন তাঁরা। আন্দোলন প্রত্যাহারের জন্য একাধিকবার জুনিয়র চিকিৎসকদের মঞ্চেও গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠক থেকেও আন্দোলন প্রত্যাহারের আর্জি জানান। তবে শীর্ষ আদালতের নির্দেশেই শেষমেশ কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন চিকিৎসকরা।
আরজি করের কাণ্ডকে কেন্দ্র করে চিকিৎসকদের একাংশের সঙ্গে সরকারের মধ্যে বেশ কিছুটা অসন্তোষের পরিবেশও তৈরি হয়েছিল। তা এখনও অনেকাংশে বিদ্যমান বলে মত ওয়াকিবহাল মহলের একাংশ। চিকিৎসক সৌরভ দত্ত বলেন, আমরা চায় দু'তরফের ওই দ্বন্দ্বের নিরসন ঘটুক মুখোমুখি অনুষ্ঠানে।
আরজি কর আন্দোলনের পুরোভাগে যাদের দেখা গিয়েছিল, সেই কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদারদের মতো জুনিয়র চিকিৎসকরা মুখোমুখি ওই অনুষ্ঠানে উপস্থিত হন কিনা, এখন সেটাই দেখার।