শেষ আপডেট: 30th September 2024 19:23
দ্য ওয়াল ব্যুরো: সোমবার ছিল আরজি কর মামলার শুনানি। সেই শুনানিতেই সিসিটিভি বসানোর কাজ কদ্দুর এগিয়েছে তা জানতে চান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এর উত্তরে রাজ্যের আইনজীবীর তরফে বলা হয়েছে অনেকটাই কাজ এগিয়েছে। বাকিটা ১০ অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে।
রাজ্যের এহেন পরিসংখ্যান শুনেই আন্দোলনরত ডাক্তাররা বললেন, সুপ্রিম কোর্টে মিথ্যে বলেছে রাজ্য। শুনানি শেষ হতেই তাঁদের অভিযোগ, প্রথমত রাজ্যের তরফে বলা হচ্ছে অনেক কাজ এগিয়েছে। তাঁরাও মনে করছেন যে অনেক হাসপাতালে সিসিটিভি বসেছে। কিন্তু বাকি পরিসংখ্যান কী করে দিচ্ছে সেটা তাঁরা খতিয়ে দেখবেন বলে জানান। তাঁদের কথায়, ‘মেয়েদের বাথরুম, নিরাপত্তা, প্যানিক বাটনের কথা বলেছিলাম। কোথায় কী? কিচ্ছু হয়নি। এরপরও রাজ্য কী করে বলে কাজ এগিয়েছে?’
পাশাপাশি তাঁরা বলেন, ‘আদালতে বলা হচ্ছে সাগর দত্ত হাসপাতালে রোগীকে অ্যাটেন্ড করা হয়নি তাহলে তিনি ভর্তি হলেন কী করে?’ প্রশ্ন তুলেছেন ‘কেন সরকারি হাসপাতালে একটা ক্রিটিকাল বেড পাওয়া যাবে না?’
তাঁরা বলছেন, মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছিল। তারপর ১০ দিন কেটে গেছে। এখনও নিরাপত্তা নিয়ে সংশয়ে কাটছে না। এমনই যদি হয় তাহলে কাজে ফিরব কী করে? আরজি করের পর সাগর দত্ত, তারপর ন্যাশনাল মেডিক্যাল কলেজের ঘটনা। কোথায় নিরাপত্তা?
জুনিয়র ডাক্তাররা বলছেন, ‘স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। রোগীদের বাঁচাতে যত বড় ডাক্তাররাই আসুন না কেন, পরিকাঠামো ঠিক না হলে কেউ বাঁচাতে পারবেন না। স্বাস্থ্যের বেহাল দশা রাজ্যবাসীর জানতে বাকি নেই। সেই কথা মনে করিয়ে দিয়ে চিকিৎসকদের দাবি, ‘এসব না লুকিয়ে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন।’