শেষ আপডেট: 26th December 2024 14:06
দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলায় ধর্নার সময়সীমা আরও বৃদ্ধি করার দাবি জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।
বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে এদিনই দ্রুত শুনানি চেয়ে আবেদন জানিয়েছে চিকিৎসক সংগঠন। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এদিন দুপুরেই শুনানি হতে পারে।
বস্তুত, আরজি কর কাণ্ডে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে এবং সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে গত ২০ ডিসেম্বর থেকে ধর্মতলায় ধর্নায় বসেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে গত ১৫ সেপ্টেম্বর তাঁকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার দেখায় সিবিআই। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও। কিন্তু, সিবিআই ৯০ দিনেও চার্জশিট না দিতে পারায় জামিন পান দু'জনই।
এরই প্রতিবাদে অবস্থানে বসতে চেয়ে আগে কলকাতা পুলিশে আবেদন জানিয়েছিল চিকিৎসক সংগঠন। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। আদালতের অনুমতি অনুযায়ী, এদিনই ধর্না অবস্থান শেষ হওয়ার কথা। তারই মধ্যে ধর্নার সময়সীমা বৃদ্ধি করতে চেয়ে ফের আদালতের দ্বারস্থ হলেন চিকিৎসকরা। আদালত কী নির্দেশ দেয়, আপাতত সেটাই দেখার।