শেষ আপডেট: 31st October 2024 22:15
দ্য ওয়াল ব্যুরো: ৯ অগস্ট থেকে ৩১ অক্টোবর। দেখতে দেখতে ৮২ দিন পার! আরজি করে ডাক্তারি ছাত্রী খুনে সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনও অপরাধী গ্রেফতার হয়নি।
এমন আবহে মোমবাতি, রঙ্গোলির মাধ্যমে আলোর উৎসবে বিচারের দাবি জানালেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
নির্যাতিতার স্মরণে কিছুদিন আগেই আরজি করের সামনে তৈরি করা হয়েছে প্রতীকী মূর্তি। এদিন সেই মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে তাঁকে স্মরণ করতে দেখা গেল জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দদের। রঙ্গোলি এঁকেও বিচারের দাবি জানালেন জুনিয়র ডাক্তাররা।
বিচারের দাবি লেখার ওপরে মোমবাতি জেলে চারিদিকে ফুল ছড়াতে দেখা গেল। জুনিয়র ডাক্তারদের এমন উদ্যোগে এগিয়ে আসতে দেখা গেল শহরের বহু মানুষকে।
এদিন নিজের ফেসবুক পোস্টে ‘অভয়ার ন্যায়বিচার’ নিয়ে নানা কথা তুলে ধরেছেন আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দ। জনসাধারণের কাছে তাঁর আবেদন, আলোর উৎসবেও যেন তাঁরা নিহত মহিলা চিকিৎসককে না ভোলেন।
পোস্টারে কিঞ্জল লেখেন, 'ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই চালিয়ে যাওয়া এবং এর সীমাহীন অগ্রগতি নিশ্চিত করার জন্য আমরা কিছু কর্মসূচি নিয়েছি।'
পোস্টারে লেখা হয়েছে, ১। জাস্টিস থিমের রঙ্গোলি তৈরি, যেখানে সৃজনশীলতা ও বিপ্লবী মন মিলিত হবে ২। এই অন্ধকার সময়ে আমাদের একত্রিত করতে একটি প্রদীপ জ্বালিয়ে ৯টা থেকে ৯:১৫ লাইটস অফ লাইট আ ডিভা কর্মসূচি ৩। সমস্ত প্রতিবাদী হৃদয় ও মনকে একত্রিত করতে ২ মিনিটের জন্য নীরবতা অনুসরণ করুন ৪। আমাদের ন্যায়বিচারের জন্য চলমান লড়াইয়ের প্রতীক হিসেবে তার কাছে পৌঁছনর জন্য অভয়া ফানুস।
একদিন আগেই মশাল জ্বালিয়ে ন্যায়বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা সিবিআই দফতরে অভিযান করেন। এবার আরজি করে প্রতীকী মূর্তির সামনে মোমবাতি, রঙ্গোলির মাধ্যমে নির্যাতিতার বিচারের দাবি জানালেন তাঁরা। অনিকেত, কিঞ্জলদের কথায়, আর একটাও অভয়া কাণ্ড যাতে না ঘটে সেজন্য বিচারের দাবিতে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।