Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Asansol

চিকিৎসার অছিলায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, আসানসোলে গ্রেফতার ডাক্তার

বৃহস্পতিবার সকালে ওই স্কুল পড়ুয়াকে মেডিকেল পরীক্ষার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে আসানসোল মহিলা থানার পুলিশ। নামী চিকিৎসকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে।

চিকিৎসার অছিলায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, আসানসোলে গ্রেফতার ডাক্তার

ধৃত চিকিৎসক

শেষ আপডেট: 21 November 2024 12:06

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রমন রাজ। 

জানা গিয়েছে গত ১৫ নভেম্বর অভিযুক্ত কার্ডিওলজি চিকিৎসকের চেম্বারে গিয়েছিল বছর ১৫-র ওই নাবালিকা। অভিযোগ চিকিৎসার অছিলায় নাবালিকার সঙ্গে যৌন হেনস্থা করেন ওই চিকিৎসক।

এই ঘটনার পর নাবালিকার পরিবার আসানসোল মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। জানা যাচ্ছে ধৃত কার্ডিওলজি চিকিৎসকের বিরুদ্ধে পকসো আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২) (সি), ৬৪/২/এফ, ৬৫(১) ধারায় মামলা রুজু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই স্কুল পড়ুয়াকে মেডিকেল পরীক্ষার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে আসানসোল মহিলা থানার পুলিশ। নামী চিকিৎসকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলেও। 

তদন্তে নেমে চিকিৎসক রমন রাজকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। পকসো কোর্টের বিচারক ছুটিতে থাকায় এই মামলার শুনানি হয় পকসো কোর্টের দায়িত্বে থাকা এডিজে (২) তানিয়া ঘোষের এজলাসে। সওয়াল-জবাব শেষে  আদালতের বিচারক চিকিৎসকের জামিন নাকচ করে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।


ভিডিও স্টোরি