শেষ আপডেট: 26th September 2023 11:06
দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালের শেষের দিক। করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে গোটা বিশ্ব। চিন থেকে ধীরে ধীরে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করেছে মারণ ভাইরাস। জীবাণুর ক্রমাগত মিউটেশন হচ্ছে। সামান্য সময়ের মধ্যেই বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াতে থাকে কোভিড-১৯। অনেক চেষ্টার পর ঠেকানো যায় করোনার দাপট। তবে সে নাকি ছিল ট্রেলার! কারণ শীঘ্রই এক্স ভাইরাস (Disease X) নামে আরও এক মহামারীর (deadly virus) কবলে পড়তে চলেছে বিশ্ব। যা ছাপিয়ে যেতে পারে করোনা অতিমারীর সমস্ত রেকর্ড!
বিংহামের পর্যবেক্ষণ অনুযায়ী, এই ভাইরাসটি (deadly virus) অবশ্য নতুন নয়। আগেই পরিবেশে এর অস্তিত্ব ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে মিউটেশন হওয়ার ফলে এটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। ডিজিজ এক্সের ভয়াবহতা বোঝাতে ১৯১৮-১৯-এর স্প্যানিশ ফ্লু মহামারীর তথ্য তুলে ধরেছেন ব্রিটেনের ওই স্বাস্থ্যকর্তা। তাঁর মতে, সেই ফ্লু-তে প্রাণ হারিয়েছিলেন পাঁচ কোটি মানুষ, কিন্তু ডিজিজ এক্স মহামারীতে মৃত্যুর সংখ্যা তাকেও ছাপিয়ে যেতে পারে। করোনাভাইরাসের থেকে ২০ গুণ বেশি ভয়াবহ হতে পারে ডিজিজ এক্স, এমনটাই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
ডিজিজ এক্স ভাইরাসের মারণ ক্ষমতাই সবচেয়ে বেশি চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্যকর্তাদের কপালে। কারণ কোভিডে আক্রান্ত অনেকের শরীরেই মৃদু উপসর্গ দেখা গিয়েছিল। এমনকী অনেক আক্রান্ত ব্যক্তিই সময় মতো সুস্থও হয়ে ওঠেন। তবে কোভিডের মোকাবিলা করতেই যেখানে হিমসিম খেতে হয়েছিল, সেখানে তার চেয়েও বেশি শক্তিশালী ভাইরাসকে কীভাবে প্রতিহত করা যাবে সেটি তাবড় তাবড় বিশেষজ্ঞদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে ডিজিজ এক্স প্রতিরোধে এখনও কোনও ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তাই কীভাবে এই ভাইরাসের মোকাবিলা করতে হবে তা নিয়েই গবেষণা চালাচ্ছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: ডেঙ্গি আক্রান্ত হয়ে ফের মৃত্যু কলকাতায়! রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই