শেষ আপডেট: 5th February 2025 22:19
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় আবার সংঘাতের ছায়া। ২৪ ঘণ্টার মধ্যে টেকনিশিয়ানরা কাজ শুরু না করলে লাগাতার কর্মবিরতিতে নামতে পারেন পরিচালকরা।
সূত্রের খবরে, এদিন এ বিষয়ে ঘণ্টা দুয়েকের বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন, ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। তবে এবিষয়ে পরিচালকদের সংগঠনের তরফে অফিসিয়ালি কিছু এখনও জানানো হয়নি। জানা যাচ্ছে, কিছুপরেই সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন তাঁরা।
বিস্তারিত আসছে, ঘটনার সূত্রপাত, পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিকের শুটিং শুরুর কথা ছিল। কিন্তু এখন তিনি জানতে পেরেছেন সেটিং গিল্ডের টেকনিশিয়ানরা তাঁর সঙ্গে কাজ করতে চান না! গোটা ঘটনার বিষয় ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন পরিচালক।
এরপরই তাঁর পাশে দাঁড়িয়েছেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে সুদেষ্ণা রায়ের মতো পরিচালকরা। প্রশ্ন তুলেছেন, টেকনিশিয়ানদের একাংশের ভূমিকা নিয়ে।
শ্রীজিতের বক্তব্য, গত ২৭ তারিখ থেকে তাঁর একটি নতুন সিরিয়ালের সেটের কাজ শুরু হয়েছিল। তবে হঠাৎ শনিবার থেকে সমস্যার আভাস পান তিনি। মাঝে রবিবার ছিল সরস্বতী পুজো। তারপর সোমবার আরও সমস্যা প্রবল হয়। তাঁর সঙ্গে কাজই করতে চাইছেন না টেকনিশিয়ানরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে, কারও কাজ বন্ধ করা যাবে না। তাই এরা কারা, যারা এমন কাজ করছে তা খুঁজে বের করতে চান তিনি।
এরপরই অচলাবস্থা কাটাতে এদিন সন্ধেয় বৈঠকে বসেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সদস্যরা। সেখানেই টেকনিশিয়ানদের জন্য ২৪ ঘণ্টার সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে খবর।
বস্তুত, ওই বৈঠকের আগেই এ ব্যাপারে রাজ বলেন, ''মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে কাজ বন্ধ করা যাবে না, কাউকে ব্ল্যাকলিস্ট করা যাবে না। সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। কিন্তু কারা এমন পরিবেশ তৈরি করছে সেটা দেখতে হবে। অধিকাংশ টেকনিশিয়ানরা কাজ করতে চায়। তা সত্ত্বেও কীভাবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে।'' এর আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় এইভাবে সমস্যার মুখে পড়েছেন। এবার নাম জুড়ল শ্রীজিতের।