Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
“বন্ধু করুণের সঙ্গে দীর্ঘ সময় ধরে ভারতের প্রতিনিধিত্ব করতে চাই”, আবেগঘন বার্তা রাহুলেরশিলাবতী নদীতে হু হু করে বাড়ছে জল, গড়বেতা-চন্দ্রকোনায় বন্যা পরিস্থিতি, যোগাযোগ বিপর্যস্তOBC Case: মুখ্যসচিব ও শিক্ষা সচিবের বিরুদ্ধেও আদালত অবমাননার মামলার আর্জিবজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত, ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে 'চোর' স্লোগানতিনি কিছুই জানতেন না, যা হয়েছে সব আড়ালে! পতৌদি ট্রফি-বিতর্কে অবস্থান স্পষ্ট শচীনেরঘনঘোর বর্ষায় কেয়াপাতার নৌকাডুবি! প্রয়াত প্রফুল্ল রায়, শোকস্তব্ধ সাহিত্যজগৎজিন্নাহ: মাউন্টব্যাটেনের চোখে হিমশীতল, যাঁর জন্য প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়তে রাজি গান্ধীজিও'আমাকে গ্রেফতার করুন, রাগের মাথায় খুন করে ফেলেছি', যুবকের কথায় 'থ' মুম্বই পুলিশট্রেনের খবর হলেই ছোটেন রেললাইনে! ৩৪ বছর ধরে 'বেপরোয়া'দের প্রাণ বাঁচানোর কারিগর এই ডাবওয়ালাIND vs ENG: ইংল্যান্ডে কোন শট খেলা নিরাপদ? জানিয়ে দিলেন ঋষভ
Rinku Majumder

Dilip-Rinku Son Death: রিঙ্কু মজুমদারের ছেলের রহস্যমৃত্যু, ময়নাতদন্ত হবে দেহের

রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের রহস্যমৃত্যু!

Dilip-Rinku Son Death: রিঙ্কু মজুমদারের ছেলের রহস্যমৃত্যু, ময়নাতদন্ত হবে দেহের

রিঙ্কু মজুমদারের ছেলে

শেষ আপডেট: 13 May 2025 22:19

দ্য ওয়াল ব্যুরো: রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু! সূত্রের খবর, বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আনার পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন সৃঞ্জয়।

জানা গেছে, সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন বছর ছাব্বিশের সৃঞ্জয়। তাঁর ডাকনাম প্রীতম। তিনি নিউটাউনের সাপুরজি আবাসনে একাই থাকতেন মা রিঙ্কু বিয়ে করে দিলীপ ঘোষের বাড়িতে যাওয়ার পর থেকে। সেখানেই মঙ্গলবার সকালে দেহ উদ্ধার হয়েছে তাঁর।

মাসখানেক আগেই রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের বিয়ের সময়ে সামনে এসেছিল রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের কথাও। সে সময়ে তিনি জানিয়েছিলেন, পূর্বপরিকল্পিত ভাবে ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার কথা তাঁর। হোটেল ও আনুষঙ্গিক সব বুকিং হয়ে গেছে। সেই কারণে বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। কিন্তু সেই সঙ্গেই জানিয়েছিলেন, রিঙ্কুর বিয়েতে খুবই খুশি তিনি।  

যদিও এই বিষয় নিয়ে অফিসিয়ালি এখনও কেউ মুখ খোলেননি। মা রিঙ্কু বা দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়াও মেলেনি এই শোকার্ত সময়ে। ফলে ঠিক কী কারণে মৃত্যু, কীভাবে মৃত্যু, তা এখনও পরিষ্কার নয়। যদিও ঘনিষ্ঠ মহলের দাবি, নিউটাউনের সাপুরজি আবাসন থেকে দেহ উদ্ধার হয় তাঁর।

প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগরের বেসরকারি হাসপাতাল ওহায়ো-তে। সেখান থেকেই তাঁকে ফিরিয়ে দেন চিকিৎসকরা, বলেন, সরকারি হাসপাতালে নিয়ে যেতে। সূত্রের দাবি, সে সময়ে জ্ঞান ছিল না সৃঞ্জয়ের। সম্ভবত তার আগেই মৃত্যু হয়েছিল তাঁর। এর পরেই তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন মা রিঙ্কুও। ওই হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে মৃত বলেই ঘোষণা করেন। 

এর পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় আরজি কর হাসপাতালে। 


ভিডিও স্টোরি