দিলীপ ঘোষ
শেষ আপডেট: 30 April 2025 12:30
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দিঘায় উদ্বোধন হওয়া জগন্নাথ ধাম (Digha Jagannath Temple) দর্শন করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক সেখানে পৌঁছানোর আগেই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির চত্বর ছাড়েন।
দিলীপ ঘোষ মঙ্গলবার রাতেই জানিয়েছিলেন, সময় করতে পারলে তিনি দিঘায় যাবেন। রাজ্য প্রশাসনের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
আমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির বিধায়করাও। আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিজেপি সাংসদরাও। আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। কিন্তু দিলীপবাদে বিজেপির কেউ যাননি। তিনি তবে কেন যাচ্ছেন? জবাবে দিলীপ হাল্কাচ্ছলে বলেন, 'দিলীপ ঘোষ অলওয়েজ স্পেশ্যাল'।
তিনি ছাড়া বিজেপির বাকি নেতা-নেত্রীরা কেন জগন্নাথ ধাম পরিদর্শনে গেলেন না? দলের কি বারণ ছিল? দিলীপ বলেন, ''বাকিরা কেন যাননি বলতে পারব না। দলের তরফে কোনও বাধা ছিল না।'' তাঁর কথায়, ''পার্টি না করলেও আমি দিঘায় জগন্নাথ ধাম দর্শনে আসতাম। তাঁর কথায়, মন্দির দর্শন আমি ভালবাসি। এখানে পার্টি বাধা হতে পারে না।''