Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তেহরানে প্রতিরক্ষা মন্ত্রকে বিমান হামলার দায় স্বীকার ইসরায়েলের, পাল্টা আঘাতে মৃত ৬বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সেSSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে
Dilip Ghosh - POK

'না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি', POK নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

পহেলগাম জঙ্গিহানার বদলা নিয়ে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছিল ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে।

'না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি', POK নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 12 May 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম জঙ্গিহানার বদলা নিয়ে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছিল ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। 'অপারেশন সিঁদুর' অভিযানে ১০০-র বেশি জঙ্গি নিকেশ হয়েছে বলেও দাবি করেছে ভারত। তবে কি এটাই সেরা সুযোগ পাক অধিকৃত কাশ্মীরের দখল নিয়ে নেওয়ার? সাংবাদিকদের প্রশ্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

যুদ্ধ হলে আদতে দেশের আর্থিক ক্ষতি হত। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ নিচ্ছে তা ভেবে-চিন্তেই নিচ্ছে বলে মত দিলীপ ঘোষের। তাঁর বক্তব্য, ''বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক। কারণ তাহলে আর্থিক মন্দা তৈরি হয়। বাজার নষ্ট হয়। বিভিন্ন দেশের যুদ্ধে ইউরোপ আমেরিকা আর্থিক ভাবে ধাক্কা খেয়েছে। ভারতের মতো বড় এবং দায়িত্বশীল দেশ অনেক কিছু বিবেচনা করে এগোচ্ছে।'' কিন্তু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে একেবারে সোজাসাপটা দিলীপ ঘোষ। বললেন জনতা এমনই পদক্ষেপ চায়।

দিলীপ বলেন, ''পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য দেশ তৈরি ছিল। মাঝপথে যুদ্ধ বন্ধ হয়েছে। সরকার এটা নিয়ে পরে নিশ্চয়ই কিছু বলবে। তবে জনতা এখনও চায় যে, না বাঁশ থাকবে না বাঁশি বাজবে। এরকম পদক্ষেপই নেওয়া উচিত। পিওকে আজ না হয় কাল আমাদের দখলে আসবেই।'' প্রসঙ্গত, শনিবার বিকেল ৫টা থেকে দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। কিন্তু সেই ঘোষণার ৩ ঘণ্টার মধ্যেই পাকিস্তান তা লঙ্ঘন করে। এই নিয়েও পড়শি দেশকে তুলোধনা করেছেন দিলীপ।

বিজেপির প্রাক্তন সাংসদ বলছেন, পাকিস্তানকে কখনই বিশ্বাস করা যায় না। তারা বরাবরের বেইমান! এর আগে সিমলা চুক্তি হোক বা এলওসি-র সংঘর্ষবিরতি চুক্তি, সবই ভেঙেছে এবং ভাঙে তারা। তবে ভারত যে সর্বদা প্রস্তুত তা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। দিলীপের কথায়, ''আমরা কী করতে পারি তা দেখিয়ে দিয়েছি। যুদ্ধ হবে কী হবে না সেটা নিয়ে দূ-রকমের মতামত আছে। পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা মাথায় রেখেছেন এই বিষয়ের ভারপ্রাপ্ত বিশেষজ্ঞরা।''
 


ভিডিও স্টোরি