ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তানের। কিন্তু মাত্র ৪ দিনের সংঘাতেই নাস্তানাবুদ হয়েছে পড়শি দেশ।
দিলীপ ঘোষ
শেষ আপডেট: 15 May 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তানের (India Pakistan Conflict)। কিন্তু মাত্র ৪ দিনের সংঘাতেই নাস্তানাবুদ হয়েছে পড়শি দেশ। কিন্তু এই যুদ্ধ আবহে ভারত বুঝতে পেরেছে কে তাঁদের কাছের এবং কারা বিশ্বাসঘাতক। এই ইস্যুতেই মুখ খুলে সরাসরি চিন এবং তুরস্ককে (China-Turkey) হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর সাফ কথা, ভদ্র আচরণ করতে হবে না হলে জবাব দেওয়ার ক্ষমতা ভারতের আছে সেটা মনে রাখতে হবে।
পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম চিনের তৈরি (Air Defence System)। এদিকে ভারতের বিরুদ্ধে হামলা করতে তাদের সাহায্য করেছে তুরস্ক। তুর্কি নির্মিত ড্রোন দিয়েই সীমান্তে হামলা (Drone Attack) করেছিল পাকিস্তান। বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে ঠিকই কিন্তু বিষয়টি অবাক করেছে নয়াদিল্লিকে। কারণ মাত্র কয়েক মাস আগে যখন ভূমিকম্প বিধ্বস্ত হয়েছিল তুরস্ক তখন ভারতই প্রথম 'অপারেশন দোস্ত' (Operation Dost) অভিযান করে সাহায্য পাঠিয়েছিল তাঁদের। সেই দেশ এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে সাহায্য করছে! এটাই মেনে নিতে পারছেন না দিলীপ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষীয়ান বিজেপি নেতা বলেন, ''ভারত বরাবর মানবতার পক্ষে। সাধ্যমতো সকলকেই সাহায্যের চেষ্টা করে। কিন্তু তুরস্ক যা করেছে তাতে সহ্যের সীমা পেরিয়েছে। ভারত বয়কট করেছে তাঁদের। এবার অন্যান্য দেশও করবে।'' দিলীপের কথায়, ''শুধু সরকার নয়, দেশের সাধারণ মানুষের মধ্যে চেতনা জেগেছে। তারাও আজ বয়কট তুরস্ক স্লোগান দিতে শুরু করেছেন। এর ফল ওদের ভুগতে হবে। বিশ্বাসঘাতকতার সীমা পেরিয়ে গেছে ওরা।''
বিজেপি নেতার ব্যাখ্যা, যুদ্ধ নানারকমের হয়। এটা আর্থিক যুদ্ধ হতে চলেছে। উদাহরণ দিয়ে বলেন, ''চিন প্রচুর জিনিস ভারতে বিক্রি করে। কিন্তু দু'বছর আগে দীপাবলীর সময় বয়কট চিন স্লোগান উঠেছিল। এর ফলে ওদের ৫০ হাজার কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছিল। তুরস্কের ক্ষেত্রেও তাই হতে চলেছে।'' দিলীপ মনে করিয়ে দেন, ভারতের বাজার দেড়শো কোটি লোকের। সবার কাছে এই বাজার আকর্ষণীয়। তার ফায়দা নিতে গেলে ভারতের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে। না হলে বদলা নেওয়ার ক্ষমতা যে দেশের আছে, যা বুঝে নিতে হবে।