কয়েক সপ্তাহ আগেই ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। খুনের ঘটনার পাশাপাশি পুলিশের ওপর হামলা থেকে সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল।
দিলীপ ঘোষ
শেষ আপডেট: 21 May 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ সম্পর্কে জানাতে বিশ্বের একাধিক দেশে যাচ্ছে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দল। আর এদিকে তৃণমূল (TMC) তাঁদের একটি প্রতিনিধি দল আলাদা করে পাঠাচ্ছে জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir)। পহেলগাম হামলার পর উপত্যকার মানুষ কেমন আছেন, কীভাবে জীবন চলছে তাঁদের, সেই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রিপোর্ট দেবে সেই দল। তবে এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুর্শিদাবাদ (Murshidabad) প্রসঙ্গ টেনে নিশানা করেছেন শাসক দলকে।
তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পুঞ্জ এবং রাজৌরি সফরে যাচ্ছে। এই দলে রয়েছেন ডেরেক ও ব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতা ঠাকুর এবং রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। আগামী ২৩ মে পর্যন্ত কাশ্মীরের ওই অঞ্চলে থেকে সেখানকার সাধারণ মানুষের অভিজ্ঞতা ভাগ করে নেবেন তাঁরা। ফিরে এসে এই সংক্রান্ত রিপোর্ট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এই সফরকে গুরুত্ব দিতে রাজি নন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, রাজ্যের কোনও জায়গায় হিংসার ঘটনা ঘটলে যেখানে শাসক দলের প্রতিনিধিরা যায় না, সেখানে এই সফরের গুরুত্ব নেই।
কয়েক সপ্তাহ আগেই ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। খুনের ঘটনার পাশাপাশি পুলিশের ওপর হামলা থেকে সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল। কিন্তু সেখানে সরকারের তরফে কেউ যাননি বলে অভিযোগ দিলীপের। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজে গেছিলেন ঠিকই, তবে তা অনেক পরে। ততদিনে প্রমাণ লোপাট হয়ে গেছে। এই প্রেক্ষিতেই তাঁর প্রশ্ন, 'কাশ্মীর সফর হচ্ছে, অথচ মুর্শিদাবাদে ক'জন গেছিলেন?'
বিজেপি নেতার কথায়, ''তৃণমূল একটা নতুন ফান্ডা শুরু করেছে। কাশ্মীরে যেখানে গুলি-গোলা চলেছে সেখানে সাংসদরা যাবেন। কিন্তু তাঁদের ক'জন সাংসদ মুর্শিদাবাদে গেছেন? জঙ্গিপুর, ধুলিয়ানের পরিস্থিতি দেখতে, সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে কাদের পাঠানো হয়েছে? এটা আমি জানতে চাই। প্রমাণ নষ্ট করে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। আর দলের যে নেতারা সেখানে গন্ডগোল করিয়েছেন, তাঁরাই চিৎকার করে উত্তেজনা বাড়িয়েছেন।''
এদিকে কেন্দ্রের তরফে যে সর্বদলীয় প্রতিনিধি দল বিদেশে যাচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের কথা বলতে সেই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে দিলীপের খোঁচা, ''আগে তো কাউকে পাঠাতে চায়নি তৃণমূল। কিন্তু এই বিষয়ে তাঁরা ফেঁসে গেছে। কাউকে না পাঠানো হলে ভাবা হত দেশদ্রোহী, পাকিস্তানপন্থী। তবে অভিষেক যাচ্ছেন ভাল। যুবনেতা, অভিজ্ঞতাও হবে।''