Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থানইজরায়েলের গর্বের 'আয়রন ডোম' ব্যর্থ! তেল আভিভের কেন্দ্রে পাল্টা মিসাইল হামলা ইরানের ওয়েট ট্রেনিং না কার্ডিও, কোনটা আগে করলে দ্রুত কমবে ওজন, জানাচ্ছে গবেষণাশেষ হল ইন্ডিয়ান ওয়েল সামার টেবল টেনিস কোচিং ক্যাম্পরাঁচিতে ধোনির স্বপ্নের বাড়ি ‘কৈলাসপতি’, ওখানেই থাকছেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়েস্ত্রীর জন্য ভালবাসার তাজমহল! বাড়ি তো নয়, যেন মার্বেলে লেখা জীবন্ত কবিতা, বলছে নেটপাড়া
Dilip Ghosh

'মুর্শিদাবাদে ক'জন গেছিলেন?' তৃণমূল সাংসদদের কাশ্মীর সফরকে কটাক্ষ করে প্রশ্ন দিলীপের

কয়েক সপ্তাহ আগেই ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। খুনের ঘটনার পাশাপাশি পুলিশের ওপর হামলা থেকে সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল।

'মুর্শিদাবাদে ক'জন গেছিলেন?' তৃণমূল সাংসদদের কাশ্মীর সফরকে কটাক্ষ করে প্রশ্ন দিলীপের

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 21 May 2025 13:16

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ সম্পর্কে জানাতে বিশ্বের একাধিক দেশে যাচ্ছে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দল। আর এদিকে তৃণমূল (TMC) তাঁদের একটি প্রতিনিধি দল আলাদা করে পাঠাচ্ছে জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir)। পহেলগাম হামলার পর উপত্যকার মানুষ কেমন আছেন, কীভাবে জীবন চলছে তাঁদের, সেই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রিপোর্ট দেবে সেই দল। তবে এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুর্শিদাবাদ (Murshidabad) প্রসঙ্গ টেনে নিশানা করেছেন শাসক দলকে।

তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পুঞ্জ এবং রাজৌরি সফরে যাচ্ছে। এই দলে রয়েছেন ডেরেক ও ব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতা ঠাকুর এবং রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। আগামী ২৩ মে পর্যন্ত কাশ্মীরের ওই অঞ্চলে থেকে সেখানকার সাধারণ মানুষের অভিজ্ঞতা ভাগ করে নেবেন তাঁরা। ফিরে এসে এই সংক্রান্ত রিপোর্ট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এই সফরকে গুরুত্ব দিতে রাজি নন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, রাজ্যের কোনও জায়গায় হিংসার ঘটনা ঘটলে যেখানে শাসক দলের প্রতিনিধিরা যায় না, সেখানে এই সফরের গুরুত্ব নেই।

কয়েক সপ্তাহ আগেই ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। খুনের ঘটনার পাশাপাশি পুলিশের ওপর হামলা থেকে সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল। কিন্তু সেখানে সরকারের তরফে কেউ যাননি বলে অভিযোগ দিলীপের। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজে গেছিলেন ঠিকই, তবে তা অনেক পরে। ততদিনে প্রমাণ লোপাট হয়ে গেছে। এই প্রেক্ষিতেই তাঁর প্রশ্ন, 'কাশ্মীর সফর হচ্ছে, অথচ মুর্শিদাবাদে ক'জন গেছিলেন?'

বিজেপি নেতার কথায়, ''তৃণমূল একটা নতুন ফান্ডা শুরু করেছে। কাশ্মীরে যেখানে গুলি-গোলা চলেছে সেখানে সাংসদরা যাবেন। কিন্তু তাঁদের ক'জন সাংসদ মুর্শিদাবাদে গেছেন? জঙ্গিপুর, ধুলিয়ানের পরিস্থিতি দেখতে, সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে কাদের পাঠানো হয়েছে? এটা আমি জানতে চাই। প্রমাণ নষ্ট করে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। আর দলের যে নেতারা সেখানে গন্ডগোল করিয়েছেন, তাঁরাই চিৎকার করে উত্তেজনা বাড়িয়েছেন।''

এদিকে কেন্দ্রের তরফে যে সর্বদলীয় প্রতিনিধি দল বিদেশে যাচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের কথা বলতে সেই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে দিলীপের খোঁচা, ''আগে তো কাউকে পাঠাতে চায়নি তৃণমূল। কিন্তু এই বিষয়ে তাঁরা ফেঁসে গেছে। কাউকে না পাঠানো হলে ভাবা হত দেশদ্রোহী, পাকিস্তানপন্থী। তবে অভিষেক যাচ্ছেন ভাল। যুবনেতা, অভিজ্ঞতাও হবে।'' 


ভিডিও স্টোরি