শেষ আপডেট: 19th January 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র ৭২ ঘণ্টা। তারপরেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় নবনির্মিত মন্দিরে রামলালা বা শিশু রামের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। অযোধ্যাজুড়ে এখন সাজ সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
দেশ, বিদেশ থেকে আসছে রামলালার জন্য সামগ্রী। সেজন্য গড়ে তোলা হয়েছে বিশেষ ভান্ডারও। রামের প্রাণ প্রতিষ্ঠার দিনে ব্যবহার করা হবে ওই সব বিশেষ সামগ্রী। এবার এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে।
বাংলার তরফে তিনি অযোধ্যায় রামলালার জন্য পাঠালেন ১০১ কেজি খাঁটি মধু। শুক্রবারই দিলীপবাবুর পাঠানো সুন্দরবনের বিশেষ প্রজাতির এই মধু পৌঁছেছে অযোধ্যার রাম মন্দিরে। বিশেষ দুধের ক্যানে করে পাঠানো হয়েছে এই মধু।
দিলীপবাবু বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই অযোধ্যায় রামের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিদেশ থেকেও পুণ্যার্থীরা বিভিন্ন সামগ্রী পাঠাচ্ছেন। আর বাংলা কেন পিছিয়ে থাকবে। তাই মধু পাঠানোর উদ্যোগ।”
দিলীপবাবুর আশা, ২২ জানুয়ারি ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার সময় বাংলা থেকে পাঠানো এই মধু ব্যবহার করা হবে।
রাতারাতি ভাবলেন আর ১০১ কেজি মধু কিনে অযোধ্যায় পাঠিয়ে দিলেন, বিষয়টা এমন নয়। সুন্দরবনের মধু বাংলা তো বটেই সারা দেশেই বিখ্যাত। বিজেপি সাংসদ জানিয়েছেন, গত বছরের জুন-জুলাইয়ে তিনি সুন্দরবনের পাথরপ্রতিমা অঞ্চলের বাসিন্দা, রামের সাধক হরিপদ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। হরিপদ এবং তাঁর ছেলে গোকুল এলাকার আরও কিছু মানুষকে নিয়ে গত ৬ মাস ধরে মৌমাছির চাক থেকে প্রভু রামের জন্য এই বিশেষ মধু সংগ্রহ করেন।