দিলীপ ঘোষ
শেষ আপডেট: 30 April 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুর ৩টের কিছু পর দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান, উদ্বোধনের পরমুহূর্ত থেকেই মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। মমতার মন্দির উদ্বোধনের পরই দিঘায় বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সস্ত্রীক জগন্নাথ মন্দির ঘুরে দেখবেন তিনি।
দিঘার মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল দিলীপ ঘোষকে। সেই নিয়ে মঙ্গলবার রাতে দিলীপ ঘোষ ‘দ্য ওয়াল’ (The Wall)-কে বলেছিলেন, ‘আমন্ত্রণ তো রক্ষা করা উচিত। আমি যাব না বলিনি। যেতে চাই।’ বুধবার দেখা গেল, মমতার জগন্নাথ মন্দির উদ্বোধনের কিছু পরই দিঘায় পৌঁছালেন বিজেপি নেতা।
ওয়াকিবহাল মহল মনে করছে, রাজনীতির অঙ্ক মেনেই জগন্নাথ মন্দির দেখতে গেছেন দিলীপ। সরকারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে শাসক দল তৃণমূল তাঁকে রাজনৈতিকভাবে আক্রমণের আরও সুযোগ পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেই সুযোগ বর্ষীয়ান এই বিজেপি নেতা দিতে চান না।
বিষয়টি নিয়ে দ্য ওয়াল-কে দিলীপের স্ত্রী রিঙ্কু বলেছিলেন, “সেই যে সেদিন যখন গিরিরাজ সিং আমাদের বাড়িতে এসেছিলেন, সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লোক পাঠিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। শেষ মুহূর্তে কোনও প্ল্যান বদল না হলে আমরা কাল যাব।”
প্রসঙ্গত, বুধবার মন্দির উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দুপুর ৩টে ৫ থেকে ৩টে ১৪ মিনিট পর্যন্ত শুভ সময়। তার মধ্যেই মন্দির উদ্বোধন সম্পন্ন হবে। সেই সময়ের মধ্যেই দ্বারোদঘাটন করেন তিনি। মন্দির উদ্বোধনের আগে তিনি বাংলা তথা দেশবাসীর উদ্দেশ বিশেষ বার্তা দেন। মমতা বলেন, ''আমি মনে করি, এই মন্দির আগামী হাজার হাজার বছর ধরে তীর্থস্থান এবং পর্যটনস্থল হিসেবে পর্যটকদের কাছে প্রিয় হয়ে থাকবে। মন্দির সকলের জন্য। আজ থেকেই তার দ্বার খুলে দেওয়া হল। সবারে করি আহ্বান...''